রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
রায়ানের বয়স মাত্র ছয় বছর। কিন্তু এই বয়সেই সে ইউটিউবে ভিডিও পোস্ট করে কোটি কোটি টাকা আয় করছে। ‘রায়ান টয়েজ রিভিউ’ নামের একটি ইউটিউব চ্যানেলের উপস্থাপক রায়ান।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১ জুন, ২০১৬ থেকে ১ জুন ২০১৭-এর মধ্যে ১১ মিলিয়ন ডলার বা প্রায় ৯১ কোটি টাকা আয় করেছে রায়ান।
রায়ানের বয়স যখন মাত্র ৩ বছর, তখন থেকেই বাবা-মা ইউটিউবে তার ভিডিও আপলোড করা শুরু করেন। বেশির ভাগ ভিডিওতেই রায়ানকে দেখা যায় বিভিন্ন খেলনার বাক্স খুলে খেলনা বের করে খেলছে।
ভিডিওগুলোর আকর্ষণ হচ্ছে বাক্স থেকে নতুন খেলনা বের করার সময় রায়ানের চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় ও নতুন খেলনা সম্পর্কে তার মন্তব্য।
এখন কোটি কোটি দর্শক নিয়মিত রায়ানের ভিডিওগুলো দেখলেও তার চ্যানেলের শুরুটা হয়েছিল খুব সাধারণ একটি ভিডিও দিয়ে। রায়ানের মা জানান, সে ইউটিউবে বিভিন্ন খেলনার রিভিউ চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করত। এই করতে করতেই একদিন সে তার মাকে জিজ্ঞেস করে, ইউটিউবে সব বাচ্চার ভিডিও আছে তার কোনো ভিডিও নেই কেন। এরপরই রায়ানের বাবা-মা ঠিক করেন তারাও রায়ানের ভিডিও ইউটিউবে আপলোড করবেন।