বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টরিয়ান্সের ম্যাচ। মাত্র ৯৮ রানের টার্গেট পেলো কুমিল্লা। কিন্তু সেই ম্যাচই জিততে হলো শেষ ওভারে। অধিনায়ক তামিম ইকবাল একটি জীবন না পেলে হয়তো হারতেই হতো। তাই পুরস্কার বিতরণী ও সংবাদ সম্মেলন দুই জায়গাতেই উইকেটের সমালোচনা করে ‘একহাত’ নিয়েছেন তামিম। উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন তিনি। আর তার সেই সমালোচনা পছন্দ হয়নি বিসিবির। শো-কজ করা হয় তামিমকে। বৃহস্পতিবার বিসিবি অফিসে হয় এর শুনানি। শুনানি শেষে তামিমের উপলব্ধি, ভাষাটা আরেকটু নম্র করা উচিত ছিল তার।
এদিন টি-টেন লিগ খেলতে দুবাইয়ে থাকার কথা ছিল তামিমের। কিন্তু শুনানির কারণেই যেতে পারেননি। যাবেন রাতে। বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সঙ্গে আলোচনা শেষে তামিম বললেন, ‘আসলে ওই দিন আমি যেভাবে কথা বলেছিলাম আমার মনে হয় আরেকটু সংযত হয়ে করা বলা যেত। এটাই ওখানে আলোচনা হয়েছে। আমারই ভুল হয়েছে। একটু সুন্দরভাবেই এটা বলা যেত। চেষ্টা করবো এরপর থেকে এমন কিছু হলে সুন্দরভাবে বলার।’
শুনানিতে বিসিবির কি ব্যাখ্যা বা তারা কি বলেছেন তা বলেননি তামিম। এমন কি জানায়নি বিসিবিও। এ প্রসঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বললেন, ‘আমরা তামিমের সঙ্গে কথা বলেছি। তাকে কোড অব কন্টাক্টের বিষয়টি জানিয়েছি। যে আমাদের বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়। তবে কি কথা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে তা জানাতে পারছি না। এটা আমরা বোর্ডে পাঠিয়েছি।’
এদিকে উইকেটে সমালোচনা শুধু তামিমই করেননি। দেশি বিদেশি অনেকেই করেছেন। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ব্রেন্ডন ম্যাককালামও কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। তবে তামিম ইকবাল একটু বেশি আক্রমণাত্মক ছিলেন বলেই তাকে বিসিবি কারণ দর্শানোর নেটিশ পাঠিয়েছিল বলে জানালেন মাহবুবুল।