বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সমালোচনা করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল এসএম পারভেজ বলেছেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন দিয়েছে, সেখানে ত্রুটি ছিল। সেখানে সমস্যা আছে। নীতিমালার দুর্বলতার কারণেই নুতন এই ব্যাংকটিতে অনিয়ম হয়েছে।
সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নবনিযুক্ত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমি বিদেশে প্রতিষ্ঠিত। আমার অর্থ যদি সরকারি চ্যানেলে বিদেশ থেকে আসে তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এ অর্থের উৎস জানতে চায়। এটি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সের অভাব।