সোমবার, ১১ ডিসেম্বর কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০৩০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকার তাজ ফিলিং ষ্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা গামী একটি নীল রংয়ের মাইক্রো বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাইক্রো বাস হতে ১০৩০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
অভিজানকালে গ্রেফতারকৃত মোঃ সুমন মিয়া (চালক) (২৯), পিতা- সামছুল হক সাং-খোন্তাকাটা, থানা -বরগুনা জেলা- বরগুনা এবং মোঃ ইসলাম হাসান (২৩) পিতা- হারুন মিয়া সাংকানাইনগর, থানা-বাঞ্ছারামপুর, জেলা- বি-বাড়িয়া। আসামীদ্বয় বহুদিন যাবত মাদক ব্যবসা ও মাদক পাচারের সাথে জড়িত বলে জানা যায়।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম), এস আই মোঃ সহিদুল ইসলাম (পিপিএম), এস আই মোঃ নজরুল ইসলাম, ও এ এস আই নন্দ চন্দ্র সরকার।