বর্তমানে অন্য সব পোশাকের চাইতে ছেলে মেয়ে দুজনেরই পছন্দের তালিকায় রয়েছে টি-শার্ট। আর আমাদের সবার বাড়িতে প্রত্যেক সদস্যের কিছু না কিছু টি-শার্ট থাকেই। কিছু টি-শার্ট বেশিদিন পরা হয়। অনেক টি-শার্ট আবার কোনো না কোনো কারণে পরা হয় না। আবার এমনও হয় যে কিছু টি-শার্ট আছে যা পরার এক দিনের মাঝে কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়। যেটা আর পরা সম্ভব হয়ে না। তখন কিন্তু আর মন খারাপের শেষ থাকে না।
তো বাড়িতে জমে থাকে এতো এতো টি-শার্ট কি করা যায় বলুন তো? পরা যাচ্ছে না। আবার শখের জিনিস ফেলে দিতেও মন চাচ্ছে না। তাহলে কি এই সব টি-শার্ট দিয়ে কিছুই করার নেই?
চিন্তার কিছু নেই আপনার এই সব পুরনো, নতুন, ছোট, বড়, অব্যহৃত টি-শার্ট দিয়ে নতুন কিছু।
করার করার জন্যই আজ আমাদের আয়োজন।