বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
কদিন আগেও গোল না পাওয়া নিয়ে বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে। দুঃসময়কে পেছনে ফেলে সেই ক্রিস্তিয়ানো রোনালদোই পাড় করছেন রেকর্ডময় এক সপ্তাহ। রেকর্ডময় সপ্তাহটিতে আজও একটা রেকর্ড হাতছানী দিচ্ছে রোনালদোকে। আজ একটা গোল করতে পারলেই রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার গড়ে ফেলবেন বিশ্ব ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।
হ্যাঁ, এই রেকর্ডটাকে পাখির চোখ করেই ৩২ বছর বয়সী পা রেখেছেন আরব আমিরাতে। বিশ্ব ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এখন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও কেসার দেলগাদোর সঙ্গে ভাগাভাগি করছেন রোনালদো। ৪ জনেই করেছেন সর্বোচ্চ ৫টি করে। রোনালদোর সামনে তাই সুযোগ বাকি ৩ জনকে ছাপিয়ে রেকর্ডটা নিজের করে নেওয়ার।
আজ বুধবাই ফিফা বিশ্ব ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের দল আল জাজিরা। এই ম্যাচে একটা গোল পেলেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা হয়ে যাবে রোনালদোর একার সম্পত্তি।
রেকর্ডটা গড়তে পারলে আক্ষরিক অর্থেই সপ্তাহটাকে পুরোপুরি রেকর্ডময় হিসেবে রূপ দিতে পারবেন। রোনালদোর রেকর্ডময় সপ্তাহটির শুরু গত বুধবার। সেদিন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্বের ৬ ম্যাচেই গোল করার রেকর্ড গড়েন রোনালদো