বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
রাজধানীর, জিগাতলায় বাসার বারান্দায় দাঁড়িয়ে খোলা বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে পাখি ধরতে গিয়ে ৭ বছরের শিশু বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদেশে আদালত সংশ্লিষ্ট এলাকায় ৬০ দিনের মধ্যে খোলা বৈদ্যুতিক তার নিরাপদ করার ব্যবস্থা গ্রহণে ডিপিডিসিকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে রাষ্ট্রীয় খরচে ওই শিশুর চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত ও আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।