বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদ নিজের জন্য নয় দেশের লাল সবুজ পতাকার জন্য জীবন দিয়ে প্রমান করেছে দেশকে কতটা ভালবাসত------মেয়র লিটন
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ দৈনিক ঢাকার কন্ঠ
৪৬ তম মহান বিজয় দিবসে বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদ সহ মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি বিন্রর শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
শনিবার সকাল ৯ টার সময় শার্শার ডিহি ইউনিয়নের পাকশি গ্রামের শহীদ মিনার চত্বরে বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের সমাধিতে ও আরো ৭ জন শহীদ মুিক্তযোদ্ধার সমাধিতে এ পুস্পস্তাবক অর্পন করেন মেয়র লিটন। এসময় ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শওকাত হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে মেয়র লিটন বলেন, মুক্তির মন্দিরে সোপন ও তালে কত প্রান হলো বলিদান। পৃথিবীতে যে মানুষ কিংবা যে বীর জীবন পাবে তার ও মৃত্যুর সাধ নিতে হবে। কিন্তু যে মৃত্যু মহত্বের যে মৃত্যু বিশ^ব্যাপি নাড়া দেয় এবং সাড়া দেয় সে মৃত্যু মানুষের কাছে স্মরনিয় বরনীয় । যে মৃত্যু রাষ্টের জন্য হয় যে মৃত্যু মানবতার জন্য হয় তেমন এক ব্যাক্তির মৃত্যু হয়েছে যার নাম বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদ। সারাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ জানে যে নামটি সে নামটি হচ্ছে বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের । তিনি নিজের জন্য মারা যান নাই নিজের অর্থর জন্য নয় নিজের ভাল থাকার জন্য নয় তিনি চেয়েছিলেন লালসবুজের পতাকা। য়েয়র লিটন আরো বলেন যারা স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন যারা জীবন দান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কখনো মুক্তিযোদ্ধা হতে পারব না কারন আগে মুক্তিযোদ্ধা তারপর দেশ আর সেই লাল সবুজের পতাকার দেশে বাংলাদেশ স্বাধীন করেছেন বীরশ্রেষ্ট মুক্তিযোদ্ধারা। বীর শ্রেষ্ট নুরমোহাম্মাদ আজকে বিশে^র মানুষের কাছে বাঙ্গালী জাতির ইতিহাস বাঙ্গালী জাতীর সংগ্রম বাঙ্গালী জাতীর স্বাধীনতা ঐতিহ্য যার নাম প্রতিটি জায়গায় আছে।
দৈনিক ঢাকার কন্ঠ
এ সময় তিনি বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের বাবা মার উদ্দেশ্য বলেন আমি তাদের সম্মান করি তাদের আত্নার মাহফেরাত কামনা করি। কারন তারা একটা সু-সন্তান জন্ম দিয়েছে। তিনি আরো বলেন আপনার ব্যবহার যত দ্রুত আপনার মা বাকে চিনতে সহজ করে দেয় পৃথিবীতে আর কোন মাধ্যম নেই যা আপনার মা বাবাকে চিনতে সহজ করে দেয়। আমি মনে করি বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের পিতা মাতা হচ্ছে গর্বিত পিতা মাতা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফউদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফজলূল হক বকুল, প্রভাষক গোলাম মোস্তফা , ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শওকাত হোসেন প্রমুখ।
পাকশী বীর শ্রেষ্ট নুর মোহাম্মাদের সমাধি স্থানে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ফুল দিয়ে ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করেন।
দৈনিক ঢাকার কন্ঠ
মো: রাসেল ইসলাম
বেনাপোল যশোর
১৬/১২/১৭