রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

তবুও বৃষ্টি আসুক ……. শফিকুল ইসলাম

তবুও বৃষ্টি আসুক ……. শফিকুল ইসলাম
গ্রন্থ পর্যালোচনায় –ডঃ আশরাফ সিদ্দিকী, সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমী।

প্রকাশোনায় // দৈনিক ঢাকার কন্ঠ

তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের অনন্য কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। “তবুও বৃষ্টি আসুক” গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়।

বইটির প্রথম কবিতায় মানবতাহীন এই হিংস্র পৃথিবীতেকবির চাওয়া বিশ্ব মানবের সার্বজনীন আকাংখা হয়ে ধরা দিয়েছে।কবি বলেছেন–‘তারও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরুভূমিতেÑসেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি…

(কবিতা: “তবুও বৃষ্টি আসুক”)

প্রকৃতি, প্রেম, নারী , মুক্তিযোদ্ধা, মা এবং সুলতা নামের একনারী তার হৃদয় ভরে রেখেছে। তাকে কিছুতেই ভোলা যায় না। মা তারকাছে অত্যন্ত আদরের ধন। মাকে তার বারবার মনে পড়ে।
মনে পড়ে সুন্দরী সুলতানাকে, যে তার হৃদয়ে দোলা দিয়েছিল।বেচারা তার জীবন, মৃত্যুহীন মৃত্যু । তাই তিনি এখন ও সুলতাকেখুঁজেন । যার জন্য তিনি অনন্তকাল প্রতীক্ষায় আছেন। এইপ্রিয়তমা তার হৃদয়-মন ভরে আছে। নদীর জল ও তীরের মত এক হয়ে মিশেআছে । এই প্রেম বড়ই স্বর্গীয় ,বড়ই সুন্দর । একে ভোলা যায় না।প্রকৃতি আর সুলতা কখন একাকার হয়ে যায় হৃদয়ে। কাব্যগ্রন্থটি পড়ে আমার খুব ভাল লেগেছে। বইটির ছাপা অত্যন্তসুন্দর। ধ্রুব এষের প্রচছদ চিত্রটি অত্যন্ত প্রশংসনীয়।
[ গ্রন্থের নাম- ‘তবুও বৃষ্টি আসুক’ লেখক- শফিকুলইসলাম। প্রচ্ছদ- ধ্রুব এষ। প্রকাশক- আগামী প্রকাশনী, ৩৬বাংলাবাজার, ঢাকা-১১০০।

শফিকুল ইসলাম

বহুদিন পর আজবাতাসে বৃষ্টির আভাসমাটির সোঁদা অমৃত গন্ধÑএখনই বুঝি বৃষ্টি আসবেসবারই মনে উদ্বেগÑতাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা।তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগআমার চলার নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা।

দীর্ঘ নিদাঘের পরআকাক্সিক্ষত বৃষ্টির সম্ভাবনাঅলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে Ñআর আমি উন্মুখ হয়ে থাকিবৃষ্টির প্রতীক্ষায় না এখনই বৃষ্টি নামুকবহুদিন পর আজ বৃষ্টি আসুক। দীর্ঘ পথে না থাকে না থাকুক বর্ষাতি
বৃষ্টির জলে যদি ভিজে যায় আমার সর্বাঙ্গপরিধেয় পোশাক-আশাক না
তবুও বৃষ্টি আসুক না সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি নামুকবৃষ্টি নামুক মাঠ-প্রান্তর ডুবিয়ে।সে অমিতব্যয়ী বৃষ্টিজলের বন্যাধারায়তলিয়ে যায় যদি আমার ভিটেমাটিতলিয়ে যাই যদি আমিক্ষতি নেই।

তবুও বৃষ্টি নামুকইথিওপিয়ায়, সুদানেখরা কবলিত, দুর্ভিক্ষ-পীড়িতদুর্ভাগ্য জর্জরিত আফ্রিকায়Ñসবুজ ফসল সম্ভারে ছেয়ে যাক আফ্রিকার উদার বিরান প্রান্তর।
তার ও আগে বৃষ্টি নামুকআমাদের বিবেকের মরুভূমিতেসেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।
মানুষের জন্য মানুষের মমতাঝর্ণাধারা হয়ে যাকবৃষ্টির সাথে মিলেমিশে Ñসব পিপাসার্ত প্রাণ ছুঁয়ে ছুঁয়েবয়ে যাক অনন্ত ধারাজল হয়ে।
বহুদিন পর আজঅজস্র ধারায় অঝোরে বৃষ্টি নামুকআজ আমাদের ধূলি ধূসরিতমলিন হৃদয়ের মাঠ-প্রান্তর জুড়ে

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com