শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের ত্রি–মেয়র লিটন
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ দৈনিক ঢাকার কন্ঠ
যশোর জেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুলআলম লিটন বললেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ২০০১ সালে জাতিরজনকের কন্যা জাতির অনন্য এক উচ্চতা আমাদের মায়া আমাদেরভালবাসা আমাদের শক্তি আমাদের প্রেরনা জননেত্রী শেখ হাসিনারহাতে গড়া সংগঠন। তিনি (শেখ হাসিনা) বিশ^াস করেন,সাংস্কৃতি এমন একটি মাধ্যম যে সাংস্কৃতি দিয়ে মানুষেরনিরাপদ ও মানুষকে সুন্দর করে তোলা যায়।
সাংস্কৃতি যদি কোনমানুষের মধ্যে সংস্কৃতির বীজ বোপন করে তাহলে সেই মানুষটিনিরাপদ হয়ে যায়।একজন নিরাপদমানুষ দিয়ে সমাজ নির্মান করাযতটা সহজ তেমনি অনিরাপদ মানুষ দিয়ে সমাজ সংসার সমাজসেবা করা ততটাই কঠিন। সেই ধারবাহিকাতায় শার্শা উপজেলা ওবেনাপোল পৌরসভায় দুটি আওয়ামী সা¯কৃতিক ফোরম গঠন করাহয়েছে।সোমবার বেলা ৪ টার সময় শার্শার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়েবাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম ( আসাফো) এর ত্রি-বার্ষিক সম্মেলনে ডিহি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতিমুক্তিযোদ্ধা আ: লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন মেয়রআশরাফুল আলম লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনযশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদদৌলা সরদার অলোক, শার্শা উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদকইলিয়াছ আযম, যুগ্ম সম্পাদক ফজলুল হক বকুল, দপÍর সম্পাদকআজিবর রহমান, শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়কএমদাদুল হক বকুল প্রমুখ।এ সময় প্রধান অতিথীর উপস্থিতীতে আওয়ামীলীগ সাংস্কৃতিকফোরাম এর ( আসাফো) ত্রি Ñ বার্ষিক সম্মেলনের ৫২ সদস্য বিশিষ্টনবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাধারন সম্পাদকমাহবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীর নাম ঘোষনাকরেন উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল।
দৈনিক ঢাকার কন্ঠ
মো: রাসেল ইসলামবেনাপোল যশোর