শার্শার নিজামপুর ইউনিয়নে সাংস্কৃতিকফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: দৈনিক ঢাকার কন্ঠ
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো) ১১নং নিজামপুর ইউনিয়ন সরকারী প্রাথমিকবিদ্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।শার্শা ১১নং নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল সভাপতিত্বের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।
আনন্দ মুখর পরিবেশে সর্ব প্রথম আসাফোর কন্ঠ শিল্পীদের গান দিয়ে শুরু হয়।অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুলতে ঐ এলাকার সংহীত প্রিয় মানুষ অনুষ্ঠানে দলে দলে যোগ দেয়। সেই সাথে এলাকার মানুষের প্রিয় মানুষ আশরাফুল আলম লিটনকে এক নজর দেখার জন্য ও ভীর জমায়। প্রানপ্রিয় নেতার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে অন্য যারা ছিলেন,যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক,সদস্য-আব্দুল মান্নান মিন্নু,বেনাপোলপৌর আওয়ামীলীগের(আহবায়ক)আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক বকুল দপ্তর সম্পাদক আজিবার রহমান,যুব ও ক্রীড়া সম্পাদক কবীর উদ্দীন তোতা,শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক সাইদুজ্জামান বিটন,বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দীন মন্টু,কাউন্সিলর মিজানুর রহমান,রাশেদুজ্জামান রাশেদ,শারমিন আক্তার,উপজেলা ছাত্রলীগের
সাধারন সম্পাাদক আকুল হোসাইন,সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন,নাসির হোসেন,রাশেদ খান মেনন,জিল্লুর রহমান,দপÍর সম্পাদক আরিফুল রহমান,সাংগঠনিক সম্পাদক দি¦ন ইসলাম,পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান তনি,বাপ্পি প্রমুখ।প্রধান অতিথী বক্ত্যবে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তি যোদ্ধাদের নিয়ে একটি সুন্দর কবিতা আবৃতি করেন মেয়র আশরাফুল আলম লিটন।১৯৭৫ এর পরে যে মানুষগুলি মুজিব আদর্শ ধরে রেখে আওয়ামীলীগকে বাঁচিয়ে রেখেছে তারা ছিল মুজিব চেতানার মানুষ। মুজিব চেতনা কোনদিন
বিলুপ্ত হয় না বিলুপ্ত হয়ে যেতে পারে না।
যে মানুষ গুলো দলের জন্য অবদানরেখে গেছেন তাদের অবদান আমরা কোন দিন ভুলতে পারব না। অনুষ্ঠানে শেষের দিকে আসাফো’র ১১নং বায়ান্ন সদস্যের নাম ঘোষনা করা হয়, সভাপতি মোঃ আব্দুল মমিন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শ্রী সাধন দাস।
দৈনিক ঢাকার কন্ঠ
মোঃ রাসেল ইসলাম
বেনাপোল,যশোর