শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সন্ত্রাসী পিস্তল সনেটগ্রেফতার : কতিথ বন্দুক যুদ্ধে সনেটসহ ৩ পুলিশ আহত এম শিমুল খান, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে সন্ত্রাসী পিস্তল সনেটগ্রেফতার : কতিথ বন্দুক যুদ্ধে সনেটসহ ৩ পুলিশ আহত এম শিমুল খান, গোপালগঞ্জ :

গোপালগঞ্জ জেলারকাশিয়ানী উপজেলার // এম শিমুল খান, দৈনিক ঢাকার কন্ঠ

সন্ত্রাসী সনেট ওরফে পিস্তলসনেট পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানাযায়।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাশিয়ানীউপজেলার সন্ধা বাজার এলাকার শহীদ মিয়ার ছেলেসনেট ওরফে পিস্তল সনেট সোমবার রাতে কাশিয়ানীপুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে এলাকায়চাঁদাবাজি, অপহরন, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা,নারী ধর্ষনসহ একাধিক অভিযোগ রয়েছে।স্থানীয় সুত্রে আরো জানা যায়, কাশিয়ানী উপজেলাছাত্রলীগের সম্মেলনের দিন সন্ধায় কাশিয়ানী কলেজেরছাত্র ও স্থানীয় বাসিন্দা করম আলী সিকদারের ছোটছেলে মাহমুদ উল্লাকে দুটি মাইক্রো বাসে ২০/২৫জনের একটি দল অপহরন করে নিয়ে যায়।

এ সময়কাশিয়ানী থানা পুলিশি অভিযান চালিয়ে মাহমুদউল্লাকে কাশিয়ানী রেল স্টেশনের পেছন থেকে উদ্ধার করে।এ ব্যাপারে মাহমুদ উল্লাহর সাথে কথা হলে সেজানায়, সনেট ওরফে পিস্তল সনেট ও তার বন্ধু শামীমমৃধা প্রায় ২০/২৫ জনের একটি দল দুটি মাইক্রোবাসে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে অপহরন করে।তাকে মেরে ফেলার জন্য কাশিয়ানী রেল স্টেশনের পেছনেনিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

তখন পুলিশ আমাকে উদ্ধার করেনিয়ে আসে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে মাহমুদ উল্লাহর বড় ভাই এনামুল হক রনিরসাথে কথা হলে তিনি বলেন, আমার ভাইকে মেরে ফেলারজন্য সনেট ওরফে পিস্তল সনেট ও তার বন্ধু শামীমমৃধাসহ প্রায় ২০/২৫ জনের একটি দল দুটি মাইক্রোবাসে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে অপহরন করে।তাকে মেরে ফেলার জন্য কাশিয়ানী রেল স্টেশনের পেছনেনিয়ে যায়। এ সময় পুলিশ সেখানে গেলে তাদেরউপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তিনি আরোবলেন, সনেট ও তার বন্ধু শামীম মৃধা এলাকায়সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা এলাকায়চাঁদাবাজি, অপহরন, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা,নারী ধর্ষনসহ সকল অপকর্ম করে থাকে। আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই।সনেট ওরফে পিস্তল সনেট সোমবার রাতে কাশিয়ানীপুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরে মঙ্গলবার রাতেকাশিয়ানী থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশেরদুটি দল সনেটকে নিয়ে উপজেলার চাপ্তা এলাকায়অস্ত্র উদ্ধারে গেলে সেখানে পুলিশের সাথে সনেটগ্রুপের কথিত বন্দুক যুদ্ধ হয়।

এ সময় কথিতবন্দুক যুদ্ধে সনেটসহ জেলা ডিবি পুলিশের তিনসদস্য আহত হয়। আহতরা হলেন, জেলা ডিবি পুলিশেরএস আই গনেশ, কনস্টেবল ফরহাদ ও কনস্টেবল মাসুদ।তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পুলিশ চলে গেলেওসনেট বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালেচিকিৎসাধীর রয়েছে।এ ব্যাপারে চিকিৎসাধীন সনেটের সাথেযোগাযোগ করা হলে তিনি বলেন, মঙ্গলবার রাতআনুমানিক ২টার দিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) কে এম আলীনুর আমাকে হাত ওচোখ বেধে গাড়ীতে করে তুলে বিভিন্ন জায়গায়ঘোরাঘুরি করে এর এক পর্যায়ে চাপতা এলাকায়বালুর মাঠে আমাকে গাড়ী থেকে নামিয়ে মাটিতেশুয়ে দেয় এবং সে আমার বুকের উপরে উঠে বলে আজতোর শেষ দিন অস্ত্র কোথায় আছে বলে দে না হলেতোকে ক্রস ফায়ারে দেব। যদি অস্ত্র দিয়ে দিস তাহলেতোর প্রান ভিক্ষা দেব। এরই এক পর্যায়ে ওসি নিজেইপিস্তল ঠেকিয়ে আমার ডান পায়ে গুলি করে এ সময়আবার তিনি আমার বাম পায়ে গুলি করতে গেলে আমিতাকে জড়িয়ে ধরি ও প্রান ভিক্ষা চাই। সে আরো বলেসেখানে বন্দুক যুদ্ধের কোন ঘটনা ঘটেনি। আমিনিজে দেখেছি করম সিকদার আমাকে মেরে ফেলার জন্যওসি সাহেবকে টাকা দিয়েছে। আমি এ ঘটনারসুষ্ঠ বিচার চাই।এ ব্যাপারে সনেটের মা বেবি বেগম বলেন, ওসিআমার নিরীহ ছেলেকে শুধু শুধু গুলি করেছে।

ওসিসাহেব করম আলী সিকদারের কাছ থেকে টাকা খেয়েআমার ছেলেকে মেরে ফেলার চেস্টা করেছে। আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই।এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম আলীনুর হোসেন বলেন, সনেট ওরফেপিস্তল সনেট ও তার বন্ধু শামীম মৃধার বিরুদ্ধে অনেকঅভিযোগ রয়েছে। তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে যাদিয়ে তারা এলাকায় চাঁদাবাজি, অপহরন, মাদকব্যবসা, অস্ত্র ব্যবসা, নারী ধর্ষনসহ সকল অপকর্মকরে থাকে। তিনি আরো বলেন, তাকে নিয়ে মঙ্গলবাররাতে অস্ত্র উদ্ধারে গেলে পুর্ব থেকে ওৎ পেতে থাকাসন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এ সময়

পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনা স্থলে সনেটসহ জেলাডিবি পুলিশের তিন সদস্য আহত হয়।তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে পিস্তল, ম্যাগজিন ওদুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত সনেটকেপ্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলহাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলেতাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।সনেটের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ,মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও ধর্ষণসহ বিভিন্নঅভিযোগে ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।তিনি আরো বলেন, সনেটের বিরুদ্ধে মামলা লেখারকাজে ব্যস্ত আছি আপনাদের যদি আর কিছু জানারথাকে পরে ফোন দিবেন বলে ফোনটি কেটে দেয়।

এ ব্যাপারে মুকসুদপুর সার্কেলের এএসপিহোসাইন মোহাম্মদ রায়হানের সাথে যোগাযোগকরা হলে তিনি বলেন, মঙ্গলবার রাতে সনেটকে নিয়েকাশিয়ানী থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশেরদুটি টিম অস্ত্র উদ্ধারে গেলে পুর্ব থেকে ওৎ পেতেথাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনা স্থলে সনেটসহজেলা ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলেজানতে পেরেছি।
তবে বিস্তারিত জানতে হলে আপনারাকাশিয়ানীর ওসি সাহেবকে ফোন দিন।এ ব্যাপারে পুলিশ সুপারের ব্যবহৃত মোবাইল নম্বরেযোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানেকোটালীপাড়ায় ব্যস্ত আছি। আপনারা কাশিয়ানীরওসি সাহেবের সাথে যোগাযোগ করেন তা হলে সবজানতে পারবেন।

দৈনিক ঢাকার কন্ঠ
এম শিমুল খান, গোপালগঞ্জ।
তারিখ : ২০.১২.২০১৭ইং

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com