শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
হিজরাদের অত্যাচারে হাপিয়ে উঠেছে উত্তরাবাসী
। । কাজি আরিফ হাসান। । দৈনিক ঢাকার কন্ঠ
হিজরাদের অত্যাচারে যেন অতিষ্ঠ হয়ে পড়েছে ঢাকার উত্তরা বাসি। এরা মানে না কোন আইন কানুন। তারা বিভিন্ন ছোট-বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে টাকা ওঠায় তাদের চাহিদানুযায়ী। এমনকি তারা বাস,ট্রেনের যাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানি করে। তাদেরকে টাকা দিতে কোন ব্যক্তি না চাইলে তখন তারা তাদের পরনে কাপড় খুলে জোড়ে জোড়ে তালি বাজিয়ে বাবার বয়সের ব্যক্তি,ছোট ভাইয়ের বয়সের ছেলেদের সামনে অশ্রীল আচরন করে বিভিন্ন ভঙ্গীতে যা সমাজে শিক্ষিত সমাজের জন্য অত্যান্ত লজ্জাজনক। এদেরকে পুলিশও কিছু বলতে পারে না।
তবে এদেরও সুন্দর ভাবে বেচে থাকার অধিকার আছে। তাদের এ অত্যাচারমুলক কর্মকান্ড থেকে সুন্দর ও সুস্থভাবে বেচে থাকার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান করলে তারা সুন্দর পথে জীবন-যাপন করতে পারে সে জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে। ছবিটি উত্তরা হাউজ বিল্ডিং চার রাস্থার মোড় থেকে তোলা—-
দৈনিক ঢাকার কন্ঠ
তারিখঃ ২৪/১২/১৭ ইং