মনিরামপুরের রাজগঞ্জ উপজেলার দাবীতে মানববন্ধন
সুমন চক্রবর্তী,মনিরামপুর,যশোর- প্রতিনিধি // দৈনিক ঢাকার কন্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ডিসেম্বর যশোর জেলায় সরকারী সফরকে ঘিরে মনিরামপুর পশ্চিম অঞ্চলের মানুষ নতুন করে আশায় বুক বাঁধছে। নতুন নতুন দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নেমেছে। উপজেলার হাজার হাজার মানুষ পৃথক থানা ঘোষনার দাবিতে প্রতিদিন মিছিল ও মানববন্ধন করছে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের ব্যাপক প্রচারনার সাথে এলাকার মানুষও তাদের দাবির প্রতি একাত্বতা ঘোষনা করে রাজপথে নেমেছে।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়িকে বর্তমান সরকার প্রধান তদন্ত কেন্দ্রতে উন্নীত করলেও এলাকার মানুষের দাবি রাজগঞ্জকে থানা ঘোষনা করা হোক। আর এ দাবিতে বুধবার, বৃহস্পপতিবার রাজগঞ্জ বাজারে হাজার হাজার মানুষ মিছিল, সমাবেশ করে এ দাবির প্রতি সমর্থন জানাই। রাজনৈতিক সংকীর্নতার উর্ধ্বে দলমত নির্বিশেষে এলাকার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেয়। তাদের শ্লোগান ছিল “ আর কোন দাবি নাই রাজগঞ্জ থানা চাই”।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলম, সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহমেদ, রাজগঞ্জ বাজার কমিটি ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল বাসার, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু, স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা সরদার আলাউদ্দিন, মশিউল আলম, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক লীগ নেতা গোলাম রসুল চন্টা, আকরাম হোসেন, সহকারি অধ্যাপক বরকত আলী, মাস্টার সাইদুজ্জানান লিটন,
উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শিপন সরদার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, টিটু, স্থানীয় যুবলীগের ইসানুর আলম, আবু সাইদ, আব্দুর রউব, আবু শাহদাৎ, হারুন অর রশিদ, চিত্ত মোহন রায়, প্রমুখ৷ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ৩১ শে ডিসেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান মন্ত্রী ভাষন দিবেন। এ ভাষনে যাতে প্রধানমন্ত্রী এলাকাবাসীর দাবি পুরন করে এজন্য প্রধানমন্ত্রীর সফরসূচী চুড়ান্ত হওয়ার পর থেকেই এলাকার মানুষ তাদের দাবি আদায় নিয়ে উচ্ছাস্বিত।
দৈনিক ঢাকার কন্ঠ