শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
মাদারীপুরে যাত্রীবাহী বাস খালেপড়ে নিহত ১: আহত ১৫
জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:// দৈনিক ঢাকার কন্ঠ
মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাহি বাস ব্রীজ থেকে নামার সময়একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েএকজন নিহত হয়েছে। এতে আরো অন্তত আহত হয়েছে ১৫ যাত্রী। ঘটনাটিশুক্রবার সকাল ১০ টার দিকে কালকিনি উপজেলার লালব্রীজের ঢালে ঘটে। নিহতব্যক্তি হলেন পরিবহনে থাকা কালকিনি উপজেলার গোপালপুর এলাকার কাজীহাফিজ উদ্দিন (৬০)।পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়াসার্বিক পরিবহনের একটি বাস কালকিনির ভুরঘাটা এলাকার লালব্রীজদিয়ে নামার সময়ে বিপরীত দিক থেকে আসার একটি বাইসাইকেলকেসাইড দিতে গিয়ে খালে পড়ে যায়।
এসময় বাসে থাকা কাজী হাফিজউদ্দিন (৬০) নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। আর অন্য আহতরা হলোকামাল হোসেন (৩৫), আবু নাইম (৩২), জহিরুল ইসলাম (৩২), লিপিআক্তার (২৫), আসমা আক্তার (২২), সুবহান মিয়া (৬৫), আলী আব্বাস(৪২), নাসির হাওলাদার (৪২), আমিরুল ইসলাম (২৪) সহ ১৫ যাত্রীকেকালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানেরমালিকানাধিন যাত্রীবাহী পরিবহন।
কালকিনি থানার ওসি কুপা সিন্দু বালা জানান, শীতের সকালে বাসেযাত্রী কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় লোকজন,ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় দুপুরে বাসটি খাল থেকেউদ্ধার করা হয়।
দৈনিক ঢাকার কন্ঠ
জাহিদ হাসান,মাদারীপুর।