উন্নয়নমুখী সরকারের যশোরের শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি://দৈনিক ঢাকার কন্ঠ
ধউন্নয়নমুখী সরকারের "উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় শার্শা উপজেলা মাঠ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমক পুর্ণভাবে আলোচনা সভা,পুরস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল উন্নয়ন মেলার সমাপনী ঘোষনা করেন।
গত ১১ জানুয়ারী বৃহস্প্রতিবার জাঁকজমকপূর্ণ ভাবে যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্তরে ৫৪ টি স্টলের মাধ্যমে তিন দিন ব্যাপি 'উন্নয়ন মেলা' শুরু হয়েছিল।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াদুদ, শার্শা থানার ওসি মশিউর রহমান,
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, অারও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহারাব হোসেন,পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদীউজামান,ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী ,বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,
কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, শার্শা উপজেলা ছাএলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সহ অন্যান্য সামাজিক রাজনৈতিক বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের স্টলের পরিচালনা ব্যাক্তিবর্গ।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও উন্নয়ন মেলার-২০১৮ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগী ও বিশেষ ক্যাটাগরীতে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ,একটি বাড়ী একটি খামার প্রকল্প, পরিবার পরিকল্পনা, উপজেলা কৃষি অফিসার কার্যালয়, উপজেলার বাঁগআঁচড়া,কায়বা,
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, ব্যাংক বিভাগ, বাঁগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল ,আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই উন্নয়ন মেলার সমাপনী দিনে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক নারী পুরুষ বর্তমান সরকারের উন্নয়ন মেলার মাধ্যমে কর্মকান্ড তুলে ধরাকে স্বাগত জানিয়েছেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন।
দৈনিক ঢাকার কন্ঠ