ঈশ্বরদীতে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপ্তি ১৪ জানুয়ারি ২০১৮
মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :// দৈনিক ঢাকার কন্ঠ
পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সম্প্রসারিত করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈশ্বরদীতে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি, মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর হমান শরীফ ডিলু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।
রেলওয়ে পাকশী বিভাগীয় অফিস, সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অফিস, পশ্চিমাঞ্চলীয় গ্যাস অফিস, শিক্ষা অফিস, বিআরডিবি, একটি বাড়ি একটি খামার অফিসসহ ৪৫ টি অফিসের পক্ষ থেকে পৃথক স্টল সাজানো হয়েছে। অন্যান্যবারের তুলনায় এবার মেলার পরিপাটিতে ভিন্নতা থাকায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলা পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সম্প্রসারিত করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই সারা দেশে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
এ সরকারের আমলে মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আগামীতে শীতের জন্য কম্বল এবং ১০ কেজি করে চাউল নিয়ে বসে থাকলেও তা নেয়ার মানুষ খুজে পাওয়া যাবেনা।