শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
ফেনীর ফুলগাজীতে এস আই আনবিক চাকমার বিরোধে সাংবাদিকে অশালিন ভাষায় গালি-গালজ ও কলার ধরে হাতা-হাতির অভিযোগ
মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন,ফেনী ফুলগাজী প্রতিনিধি// দৈনিক ঢাকার কন্ঠ
ফেনীর ফুলগাজীতে এস আই আনবিক চাকমা বিরোধ সাংবাদিকে অশালিন ভাষায় গালি-গালজ ও কলার ধরে হাতা-হাতির অভিযোগ পাওয়া যায় ।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ তারিখ সোমবার জাতীয় দৈনিক মানবাদিকার প্রতিদিন ও সমকালনিউজ টুয়ান্টিফোর ঢটকম’র ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন মুন্সীর হাট থেকে ট্রাকে করে ইট’র চুরকি বোজায় কৃত গাড়ী সামন্নে বসে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে মন্সীর হাট প্রেটোল পাম্প পার হয়ে পথের মধো গতিরোধ করে সামন্নে থেকে আসা এস আই আনবিক ও এস আই মাজাহার।
একপর্যায়ে এস আই আনবিক চাকমা গাড়ী ড্রাইবার নাঈম কে লক্ষ করে গাড়ী দাড়াতে বলে এই তোর গাড়ী দাড় করা ঐ খানে নিচে নামতে বলছি তোকে এমন ভাবে ব্যবহার করে তাকে বলে তোর গাড়ী মানুষ মেরে পেলছে তুই কোথায় পালাইতেচোছ, তার এমন ব্যবহারে সাথে সে গাড়ী রাস্তার পাশে দাড় করাতে ও পারেনি এ দিকে শেক নুরুলা সড়কে প্রায় একাদিক গাড়ী ও মূহুর্তের মধ্যে শত শত মানুষ জড় হতে থাকে।
এক পর্যায়ে এস আই আনবিক চাকমা আমায় বলে তুই কে? তুই নামছ না কেন? আমি নিজেকে একজন সাংবাদিক পরিচয় দেওয়ার পর সে ভয়ানক ভাবে আমার ক্ষেপে উঠলো, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলি ভাই গাড়ীর ড্রাইবার সকাল থেকে আমাদের ইটের সুরকি নিচাচ্ছে মুন্সীর হাট থেকে, এটা বলার পর সে বলে এ সালার বেটা ভাই কেন বল্লি স্যার বল্লিনা আমার কলার ধরে দাক্কিয়ে ফুলগাজী থানায় চল বলে প্রায় ২০ হাত টেনে নিয়ে যায়।
সেই আমার ফোন পর্যান্ত ধরতে দেয় নায় আমায় অশালিন ভাষায় গালি-গালাজ করতে থাকে এদিকে এস আই মাজাহার কোন কথা না বলে চুফ করে দাড়িয়ে রইল।সাংবাদিক মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন’র কে এস আই আনবিক চাকমা কতৃক সাংবাদিক মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন’র কে অশালিন ভাষায় গাল- মন্দ ও কলার ধরে হাতা-হাতির বিষয়টি সম্পর্কে ফুলগাজী থানার ওসি হুুমায়ন কবির কে অবিহিত করলে, তিনি জানান, আমাদের সামাজে সব মানুষ যেমন সমান নয় তেমনি সব পুলিশ কর্মকর্তা একই ভাল পরিবার সন্তান নয় বিভিন্ন পরিবার থেকে বেড়ে উঠা এরা সম্মানবোধ দিয়ে সহানোভতির সাথে মানুষের সাথে ভাল ব্যবহার করে না যার কারনে ওদের জন্য আমাদের পুলিশ ডিপ্টামেন্টের যত বদনাম হয়। “”কথায় আছে হাতে বন্ধুক থাকলে নিরিহ পশু পাখির উপর বন্ধুক তাক করে “” এরা ক্ষমতার অপব্যবহার করতে চায়? ঠিক যা আজ আপনার সাথে হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ এস আই আনবিক চাকমা , আমার থানায় আমার অধিনে রয়েছে আপনি আমায় জানিয়েছেন আমি দেখবো বিষয়টি। আমি এখন থানার বাহিরে রয়েছি। আমি ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য সিং কে জানাতে চাইলে। উক্ত থানার ওসি অনুরোধ করেন যাতে না বলি।
সে তার জুনিয়র এস আই আনবিক চাকমা কে কোন বাধা দিল না। পরবর্তীতে আমি যখন সেখান থেকে ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার কে ফোন দিতে যাই ঠিক তখন আমার হাত থেকে ফোন নিয়ে যায় এক পর্যায়ে সে আমায় ঐ খানে অবোরদ্ধ করে রাখলে স্থানীয় বিলডিং কন্ট্রেকটার স্বপন এসে আমার কাছ থেকে ঘটনার বিবরন জানতে চাইলে তারা স্থানীয় লোকদের চাপে আমায় রেখে চলে যায়।