শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসজটিলতার কারনে বেনাপোল পেট্রাপোলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসজটিলতার কারনে বেনাপোল পেট্রাপোলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: //দৈনিক ঢাকার কন্ঠ

বেনাপোলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারনেবৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েদু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে দু‘দেশের বন্দরএলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক যার অধিকাংশইবাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পেরকাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে।

আমদানি-রফতানি বন্ধ থাকলেওবেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রমসচলসহ দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিকরয়েছে।ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ারএ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,বাংলাদেশে দ্রুত পণ্য রফতানি করার জন্য পূর্বে সিএন্ডএফএজেন্টের কর্মচারিরা কাষ্টমস অফিসারে মাধ্যমে মেনিফেষ্ট তৈরীকরার পর কারপাস (গেট পাস) ইস্যু করে পণ্য রফতানি করতো। হঠাৎ৩ দিন ধরে কাষ্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন যে, তারানিজেরাই কারপাস ইস্যু করে রফতানি পণ্য বাংলাদেশে প্রবেশকরাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টিহয়েছে।

রফতানি পণ্যের কোন কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবারসকাল থেকে কাষ্টমস কর্তৃপক্ষ কোন কারপাস ইস্যু করতে পারেনি।যার কারনে কারনে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস কার্গো শাখার রাজস্বকর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে কারপাস জটিলতারকারনে বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। এর ফলেবৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনপণ্য আমদানি-রফতানি হয়নি।

মোঃ রাসেল ইসলামবেনাপোল,যশোর তাং২৫/১/১৮

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com