ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসজটিলতার কারনে বেনাপোল পেট্রাপোলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: //দৈনিক ঢাকার কন্ঠ
বেনাপোলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারনেবৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েদু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে দু‘দেশের বন্দরএলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক যার অধিকাংশইবাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পেরকাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে।
আমদানি-রফতানি বন্ধ থাকলেওবেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রমসচলসহ দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিকরয়েছে।ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ারএ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,বাংলাদেশে দ্রুত পণ্য রফতানি করার জন্য পূর্বে সিএন্ডএফএজেন্টের কর্মচারিরা কাষ্টমস অফিসারে মাধ্যমে মেনিফেষ্ট তৈরীকরার পর কারপাস (গেট পাস) ইস্যু করে পণ্য রফতানি করতো। হঠাৎ৩ দিন ধরে কাষ্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন যে, তারানিজেরাই কারপাস ইস্যু করে রফতানি পণ্য বাংলাদেশে প্রবেশকরাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টিহয়েছে।
রফতানি পণ্যের কোন কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবারসকাল থেকে কাষ্টমস কর্তৃপক্ষ কোন কারপাস ইস্যু করতে পারেনি।যার কারনে কারনে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস কার্গো শাখার রাজস্বকর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে কারপাস জটিলতারকারনে বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। এর ফলেবৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনপণ্য আমদানি-রফতানি হয়নি।
মোঃ রাসেল ইসলামবেনাপোল,যশোর তাং২৫/১/১৮