আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ঃ// দৈনিক ঢাকার কন্ঠ
প্রাপক ঃ - বার্তা বিভাগ তারিখঃ- ২৫-০১-১৮ ইং রাজবাড়ীতে আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকারভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতীয়আধিপত্যবাদ এবং বর্তমানে বাংলাদেশের দখলদার নির্যাতনকারীস্বৈরাচারি সরকার চলছে, মিডিয়ার স্বাধীনতা হরন করা হয়েছে,তার বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের কারনেবাংলাদেশের বিভিন্ন জেলায় ৩৬ টি মামলা হয়েছে। এছারাও আমারকন্ঠ রোধ করার জন্য ১১৭ টি মামলা দায়ের করেছেন এই সরকার।আপনারা জানেন আমি ৫ বছর জেলে ছিলাম।
আমার এই ৩৬ টিমামলার হাইকোর্ট আগাম জামিন দিয়েছে তার বেলবন্ড জমা দিতেরাজবাড়ীতে এসেছিলাম। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদ্রোহ ও মানহানির ৩ টি মামলার বেলবন্ডজমা দিতে এসে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুররহমান এসব কথা বলেন।এ সময় বেলবন্ডে তথ্যগত ত্র“টি থাকার কারনে আদালত বেলবন্ড গ্রহননা করে ফেরত পাঠান। এ সময় সরকারী পক্ষের আইনজীবিএ্যাডভোকেট সুফিয়া খান রেখা জানান, তিনি আদালতে ভুলব্যাখা দিয়ে হাইর্কোট থেকে জামিন নিয়েছেন ওনার বিরুদ্ধে যেমামলা হয়েছে তা হলো মিস পিটিশন কিন্তু তিনি সিআর মামলাদেখিয়ে জামিন নিয়েছেন।
উলেখ্য ঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অবমানননাকর বক্তব্য দেয়ার অভিযোগএনে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুররহমানের বিরুদ্ধে রাজবাড়ী জজ আদালতে গত বছরের ১৯ ডিসেম্বররাষ্ট্রদ্রোহ ও তিনশ কোটি টাকার মানহানীর অভিযোগে পৃথকতিনটি মামলা দায়ের দায়ের হয়। মামলা তিনটি করেন রাজবাড়ী জেলা স্বেচছাসেবক লীগের সভাপতিহাফিজুর রহমান, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক নুরুল ইসলাম মন্ডল ও কালুখালী উপজেলা আওয়ামী লীগেরপ্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান।