শাহরুখের বাড়িতে আয়কর হানা
ডেক্স নিউজ/ দৈনিক ঢাকার কন্ঠ
শাহরুখ খানের আলিবাগের ফার্মহাউজে হানা দিল আয়কর দফতর৷ গত ডিসেম্বরে প্রহিবিশন অফ বেনামী প্রপার্টি ট্রান্সিকসন অ্যাক্টের আওতায় শাহরুখের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল৷ তার পরিপ্রেক্ষিতেই তল্লাশি চালানো হয় বাদশার ফার্মহাউজে৷
আয়কর দফতরের এক অফিসার জানিয়েছেন, আইনের ৪৪ ধারা অনুসারে যদি তদন্তকারী অফিসার মনে করেন ব্যক্তিটি বেনামী, তাহলে তার বিরুদ্ধে নোটিশ জারি করতে পারে৷ আইনে এও বলা রয়েছে নোটিশ জারির ৯০ দিন পর্যন্ত ওই নির্দিষ্ট সম্পত্তির সঙ্গে সংযুক্ত থাকা যাবে৷ রিপোর্টে প্রকাশ ১৯ হাজার স্কোয়্যার মিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে বাংলোটি৷ যার দাম ভারতীয় মুদ্রায় ১৪৬.৭ মিলিয়ন৷ ফার্মহাউজে সুইমিং পুল, প্রাইভেট বিচ ও হেলিপ্যাডের মতো জায়গাও রয়েছে৷
সংবাদপত্রে প্রকাশ, শাহরুখের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি চাষের জন্য কৃষিজ জমি কেনার আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু সেই জমিতে তিনি ফার্মহাউজ বানিয়েছেন৷ আয়কর দফতরের তদন্তে ধরা পড়েছে, শাহরুখের আলিবাগের দেজা ভু ফার্ম হাউজ তাঁর নিজের সুবিধার জন্যই ব্যবহার হয়েছে৷ আরও অভিযোগ, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কৃষিজ জমিতে অন্য কাজে ব্যবহার করা হয়েছে৷ -কলকাতা২৪