কালীগঞ্জে ক্রিকেট প্রেমিকদের জন্য ট্যালেন্টটেন ক্রিকেট ফেডারেশনের অপ ইন্ডিয়ার সহযোগিতাঃ
মানিক ঘোষ স্টাফ রিপোর্টার// দৈনিক ঢাকার কন্ঠ
ক্রিকেট প্রেমিকদের খেলার সহযোগিতা সহ দেশ বিদেশে ভাল খেলয়ার হিসেবে পরিচিত লাভ করার জন্য ছুটে এলেন ঝিনাইদহ কালীগঞ্জে ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মহেশ জি শাহ।রবিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন অফিসে সামনে খেলয়ারদের উদ্দ্যশে বলেন বনচিত খেলয়ারদের ভূল পথে যেয়ে মাদকদ্রব্য সেবন না করে তার জন্য বাংলাদেশে প্রতিভাবন খেলয়ারদের কে নিয়ে ভারতে খেলা করার কথা সহ সঠিক স্থানে পৌছানোর জন্য ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ ইন্ডিয়া তাদের সর্ব সহযোগিতা দেবার কথা উল্লেখ করেন।প্রতিটি খেলয়ারদের জন্য ব্যাটবল, গেনজি ও প্রতিদিনের টিফিনের ব্যবস্থার কথা বলেন।
খেলয়াররা বিভিন্ন গ্রুপে সেট করে তাদের ভিতর থেকে ভাল খেলয়ারদের কে বেচে নিয়া হবে।তাদেরকে নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে খেলা করানো হবে।খেলয়ারদেরকে গড়ে তুলতে প্রতি মাসে বাংলাদে্শে এসে তাদের সকল সহযোগিতা করবেন।তার ইচ্ছা বাংলাদেশে প্রতিটি উপজেলায় প্রতিভাবন খেলয়ারদের সহযোগিতা করে ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করবে এবং তাদের কে বিশ্বের ভাল খেলয়ার তৈরী করা।বাংলাদেশে ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ ইন্ডিয়া পক্ষ থেকে দায়িত্বরত হিসেবে কাজ করবেন বলে জানান খেলয়ার বিজন কুমার ভট্রাচার্য ও মোঃসওকত হসেন।কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনকে স্বরক ও সম্মাননা প্রদান করেন ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ ইন্ডিয়ার সাধারন সম্পাদক মহেশ জি শাহ।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু,ক্রিকেট পরিষদের সভাপতি এডভকেট আব্দুল আজীজ,সদস্য সাখাওয়াত হোসেন,মোচিক সমবায় সমিতির সভাপতি ও ভলিবল পরিষদের সদস্য গোলাম রসুল,দৈনিক আমাদের সময় ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি মানিক ঘোষ।আগামী ১৭ই ফেব্রুয়ারিতে ভারত থেকে ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন স্টুডিয়ামেতে ট্যালেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অপ ইন্ডিয়ার পক্ষ থেকে খেলতে আসবেন বলে জানান।