বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কাকে চাপে রাখার চেষ্টা, খেলাটি লাইভ দেখুন এখানে
খেলা// দৈনিক ঢাকার কন্ঠ
বাংলাদেশের ৪০০ রান অতিক্রম, লাইভ দেখুন এখা
• চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৯৯ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
• ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি রোশান সিলভার।
• চান্ডিমালকে (৮৭) ফিরিয়েছেন তাইজুল।
• বাংলাদেশের পক্ষে ২ উইকেট মিরাজ ও তাইজুলের।
রোশান সিলভা আর দিনেশ চান্ডিমাল শুরু করেছিলেন ঠিক সেখান থেকেই, যেখানে থেমেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলিংকে আরও নির্বিষ বানিয়ে রোশান সিলভা করেছেন সেঞ্চুরি। ১০৯ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন তিনি। তবে সেঞ্চুরির সুবাস পেয়েও ফিরেছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল (৮৭)। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দারুণ এক ডেলিভারিতে চান্ডিমালকে বোল্ড আউট করেন তাইজুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৬৩৮ রান। প্রথম ইনিংসেই ১২৪ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন রোশান। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে অভিষিক্ত রোশান তাঁর ইনিংসটি খেলেছেন ২৩০ বলে। ৬টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান রোশান। পঞ্চম উইকেটে নিরোশান ডিকভেলার সঙ্গে ৬৩ রানের জুটি গড়েছেন লিডকে আরও বড় করেন চান্ডিমাল। তিনি আউট হওয়ার পর ব্যাট করছেন ডিকভেলা (৪৪*) ও দিলরুয়ান পেরেরা (১১*)। দলীয় ৬০০ রানের কোটা টপকে গিয়ে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা।