বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জাতীয় সমন্বয় কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা মিরপুরস্থ এক অভিজাত চাইনিজ গার্ডেনের সম্মেলন কক্ষে
দৈনিক ঢাকার কন্ঠ/ ডেক্স
BMPL আহবায়ক কমিটির পরিচিতি সভা।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জাতীয় সমন্বয় কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা মিরপুরস্থ এক অভিজাত চাইনিজ গার্ডেনের সম্মেলন কক্ষে
, আজ রবিবার বিকাল ৪টায় সংগঠনের আহবায়ক শেরেবাংলার সুযোগ্য দৌহিত্র নতুন প্রজন্মের অহংকার এ কে ফাইয়াজুল হক রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যন, এন বি আর এর সাবেক ডিডি মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম জাহাঙ্গীর আলম, অন্যান্যের মধ্যে যাঁরা উপস্থিত থেকে সংগঠনকে বেগবাগ করার লক্ষ্যে মূল্যবান মতমতসহ বক্তব্য রাখেন,
যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে- প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সকলের প্রিয় নেতৃত্ব শামীম খান, সংগঠনের অন্যতম প্রধান সংগঠক জাহাঙ্গীর আলম, জাবেদ ইকবাল, জাহাঙ্গীর শিকদার, রকিবুজ্জামান, আবু তৌহিদ, হারুন অর রশিদ ও সিরাজুল ইসলাম লিটু ও টিটু সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ শরিফ ভাই, দীলিপ দা,যুবরাজ ভাই, রশিদ মনির ভাই, খাজা মহসিন ভাই, মতিউর রহমান ভাই, শাহিন খান ভাই, হুমায়ুন কবির ভাই,, নিজাম ভাই, লিয়াকত ভাই, লিটু ভাই, চঞ্চল ভাই, শাহনেওয়াজ ভাই, ও বাশারুল, আরিফ, সোহেল রানা রাজ,সুমন ফকির,কামরুল ইসিলাম, এস কে জয়, জসিম ভাই, শফিক ভাই প্রমুখ এবং ডাক্তার সামসুন্নাহার আপা সহ অসংখ্য নেতা কর্মী। সভায় সকলের পরিচিতি পর্ব, চমৎকার আপ্যায়ন পর্ব ছাড়াও দ্রত বাস্তবায়নের লক্ষ্যে কিছু জরুরী সিদ্ধান্ত গৃহীত হয়।