কবির প্রতিক্ষায়
প্রকাশনা // দৈনিক ঢাকার কন্ঠ
রোকসানা সুখী
কবি,
তুমি কবে আসবে!
নব বসন্তের নব সূর্যোদয়ে
দখিনা বাতায়নে কুহু কলতানে।
বলো, কবে আসবে!
টগবগ ঘোড়ায় চড়ে
সাহারার মরুধূলির বুক চিড়ে
বন যৌবনে বন উচ্ছ্বাসে।
বলোনা, কবি!
কবে আসবে!
তোলপাড় সমুদ্রে দুর্বার মুষ্টো খিঁচা হালে
দুঃসাহসিক নাবিকের নব নৃত্যে।
একবার বলো!
কবে আসবে তুমি!
গ্রীষ্মজীর্ণতায় চৌচির মেদিনীর বুকে
এক পশলা বিশুদ্ধ বৃষ্টি হয়ে।
বলো কবি, শুধু একবার!
কবে, কবে আসবে!
গুটগুটে আঁধারে টিমটিমে জোনাক হয়ে
নব রাত্রিতে নব রোমাঞ্চে।
কবে আসবে!
পদ্মফোটা দীঘির টলমল জলে
একটুকরো ভরা পূর্ণিমার চাঁদ হয়ে।
কবে, কবে,কবে আসবে!
বলো কবি!
নিশির নিঃসঙ্গতায় এভারেস্টের বুকে
রণবীর হয়ে দুর্দান্ত গতিতে ছুটতে।
জানি,
হয়তোবা আসবেনা কালের পরিক্রমার বাধ্যবাধকতার শিকল ছিঁড়ে।
হয়তোবা একাকিত্বের প্রতিনিয়ত দংশনে
সময়ের গণ্ডিতে হেঁটে হেঁটে হয়ে যাবো বিলীন
নিয়তির নিশ্চুপ একাকিত্বের নিয়ন্ত্রণে।
৫-৩-২০১৭
রাত-১টায়,কুমিল্লা।