স্বপ্ন পূরন হলো ভোলার চরফ্যাশন ও মনপুরা বাসীর । ক্ষমতাসীন দলের উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লা আল ইসলাম জ্যাকবের জন্য
তুহিন: চরফ্যাশন প্রতিনিধি :// ঢাকার কন্ঠ
ভোলা জেলার মধ্যে সবচেয়ে বৃহওর উপজেলা হলো চরফ্যাশন মনপুরা স্বধীনতার যুদ্বের পর আজও কোন মন্ত্রী পাইনি চরফ্যাশন ও মনপুরা বাসী। সেই স্বপ্ন পূরন করলেন মাননীয় উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। গন মানুষের জন দরধী মহান ব্যক্তি সেই সাবেক সংসদসদস্য মরহুম নজরুল ইসলাম স্যারের প্রথম সন্তান জনাব আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি জনগণের প্রাণ প্রিয় জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
চরফ্যাশন ও মনপুরার মধ্যে তিনটা থানা প্রতিস্ঠা করেছেন। দুলার হাট থানা, শশীভূষন থানা, দক্ষিণ আইচা থানা। যা শুদু চরফ্যাশন ও মনপুরা মানুষ স্বপ্ন দেখেছিল কিন্তু স্বপ্ন পূরন হয়নি। আজ সেই স্বপ্ন পূরন করলেন । চরফ্যাশন ও মনপুরা বাসীর উপ মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ভোলা জেলা ছোট একটি দ্বীপ। এই দ্বীপের সর্ব শেষ উপজেলা হলো চরফ্যাশন মনপুরা।এর চারদিকে অথই নদী। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি কাজ করে জীবিকা নিরর্বাহ করে। কৃষকের নিকটে থানা থাকাতে দ্রুত গতিতে আইনের সু ব্যবস্থা পায়। মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে যায়। অপরাধ করার সুযোগ পায়না। উপ মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। দরিদ্র পীরিত মানুষের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন