বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে বেনাপোলে সাইকেল স্ট্যান্ট শো’র আয়োজন করা হয়।
সোমবার বিকেল ৫ টার সময় সাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ট শো অনুষ্ঠিত হয়। বেনাপোল পলাশ হোটেলের সামনে এ স্ট্যান্ট শো দেখতে প্রচুর দর্শক উপস্থিত হয়। দুই রাস্তার পাশে হাজার ও মানুষ এই খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা হলেন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি আল ইমরান ।
অনুষ্ঠানে ২০ জন বাই সাইকেল চালক নানা ধরণের স্ট্যান্ট নৈপুন্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এ ধরণের স্ট্যান্টের কারনে যুব সমাজকে নির্মল চিত্ত বিনোদনের ব্যতিক্রমী এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এলাকাবাসী। পরে অংশগ্রহণকারি স্ট্যান্টম্যানদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়।