বড়াইগ্রামে যুব সমাজের উদ্দোগে ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত নাটোর
মো: জাহিদ আলী নাটোর প্রতিনিধি://ঢাকার কন্ঠ
নাটোরের বড়াইগ্রামে গোপালপুর যুব সমাজের উদ্দোগে ভলিবলটুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল থেকে সারাদিন বড়াইগ্রাম উপজেলার গোপালপুরদাখিল মাদ্রাসা মাঠে যুব সমাজের উদ্দোগতা আব্দুল জলিলসরকারের আয়োজনে ভলিবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত ভলিবল টুর্ণামেন্টে বড়াইগ্রাম পৌর
আওয়ামীলীগেরসভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারআনোয়ার পারভেজ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদসদস্য ও বড়াইগ্রাম যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালামজোয়াদ্দার, বড়াইগ্রাম থানার এস আই আনোয়ার হোসেন সহউপজেলার বিভিন্ন স্থান থেকে আগত লোকজন।পরে টুর্ণামেন্টের শেষে খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেনঅনুষ্ঠনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন।