বারহাট্টায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি// দৈনিক ঢাকার কন্ঠ
:নেত্রকোনার বারহাট্টায় (২৩ জুলাই, ২০২১), শুক্রবার সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। সরকারী নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও দোকানদারকে মামলা দিয়ে জরিমানা আদায় করেছে প্রশাসন। এসময় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর ৮ম বেঙ্গল রেজিমেন্ট’র ক্যাপ্টেন আলভি ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। লোকজনের অহেতুক ঘোরাফেরা ও গণপরিবহন নিয়ন্ত্রণের জন্য চারটি চেকপোস্ট বসিয়ে পুলিশ অবস্থান করছে। চেকপোস্টসমূহ হচ্ছে, বারহাট্টা-চন্দ্রপুর সড়ক, বারহাট্টা-মোহনগঞ্জ সড়ক, বারহাট্টা- আটপাড়া সড়ক ও বারহাট্টা-নেত্রকোণা সড়ক।
জানা যায়, পূণঃঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারের প্রজ্ঞাপনের আলোকে উপজেলা প্রশাসন কর্তৃক সকলকে বারবার সতর্ক করা হয়। ফেসবুক ও মাইকের মাধ্যমে প্রচার করা হয়। সর্বশেষ ২২ জুলাই সন্ধ্যায় রাজনৈতিকদলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গণপরিবহনের প্রতিনিধিসহ সকল শ্রেণী-পেশার লোকজনদের ডেকে লকডাউন বাস্তবায়নের জন্য সাহায্য চাওয়া হয়। এতদসত্বেও লকডাউনের প্রথম দিন শুক্রবার একশ্রেণীর লোক রাস্তায় অহেতুক ঘোরা-ফেরা করতে বেড়িয়ে পড়ে। কারো কারো মুখে ফেসমাস্ক ছিল না। কোন কোন দোকানও খোলা ছিল। এ সব ব্যক্তি ও দোকানীদের জরিমানা করা হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী
অফিসার ইউএনও এস. এম. মাজহারুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ অমান্য করে সড়কে অহেতুক ঘুরাঘুরি করা ও দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকায় ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রজু, ৪ হাজার ৫শ” টাকা জরিমানা আদায় এবং কেনাকাটার জন্য আসা লোকজনদের সতর্ক করা হয়েছে।
তবে, সরকারী বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ ও জরিমানা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকদের অনেকেই।
২৩.০৭.২০২১