নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ//দৈনিক ঢাকার কন্ঠ
পঞ্চগড় প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১মে) সকালে উপজেলা প্রশাসনের অায়োজনে আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়।
সরকারী বিধি নিষেধ মেনে করোনা কালীন সময়ে জনগণের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ।
উদ্বোধনী খেলায় অংশ নেন, রাধানগর ইউনিয়ন পরিষদ বনাম আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। ওইদিন ২য় ম্যাচে রাধানগর ইউনিয়ন বনাম আলোয়াখোয়া ইউনিয়ন বালিকা অনুর্ধ্ব-১৭ মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় রাধানগর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ একাদশকে পরাজিত করে।