নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় করোনায় নারীসহ আরো তিন জনের মৃত্যু
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি// দৈনিক ঢাকার কন্ঠ
:নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নারীসহ আরো তিন জনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে, দুর্গাপুর উপজেলার ফাড়ংপাড়া এলাকায় ১০০ বছর বয়সী একজন পুরুষ, একই উপজেলার বালিচান্দা এলাকার ৫০ বছর বয়সী এক নারী ও পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকার ৫৫ বছর বয়সী একজন পুরুষ।
নেত্রকোনা সিভিল সার্জন মো: সেলিম মিয়া রবিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৮ জন।
তিনি আরো জানান, মৃত ব্যক্তিরা করোনা পজেটিভ হয়ে একজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৮৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৫৭ জন এবং নারী ২৯জন।
এদিকে জেলায় ৮৬ জন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, মোহনগঞ্জে ২৪ জন, দুর্গাপুরে ৫ জন, কেন্দুয়ায় ১০ জন, বারহাট্টায় ৪ জন, আটপাড়ায় ৪ জন, খালিয়াজুরীতে ২ জন ও মদনে ১ জন।
নেত্রকোনায় করোনা ভাইরাস আরোও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানান, সিভিল সার্জন সেলিম মিয়া।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
২৫.০৭.২০২১