রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
অল্প বৃষ্টি হলেই রাস্তা কাঁদা এই নিয়ে দুর্ভোগে পরছেন নাইমুড়ি চকপারা গ্রামের মানুষ
দৈনিক ঢাকার কন্ঠ নিউজ://লুৎফর রহমান রিটন
বৃষ্টিতে ময়লা-কাঁদায় একাকার হয়ে গেছে নাইমুড়ী চকপাড়া রাস্তা নিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই। শুধু প্রধান সড়ক নয় পৌর এলাকার বেশির ভাগ সড়কেরই বেহাল দশা।
স্থানীয়দের দাবি, অতীতে কোনো সময় এত ভাঙ্গা সড়ক দেখেননি তারা। এত উন্নয়নের সব এলাকার হলেও নাইমুড়ী গ্রামের চেখে পরেনা কেনো করুণ দশা? প্রশ্ন সচেতন মহলসহ সাধারণ জনগণের।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা বিরূপ প্রতিক্রিয়া লক্ষণীয়। তাই সরকারের ইমেজ ধরে রাখতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
পথচারীরা বলেন, নারী-পুরুষ সবাই শুধু ভাঙ্গা রাস্তা নিয়ে কথা বলে কারণ মানুষ সত্যিকার অর্থে রাস্তায় চলতে চরম অসুবিধায় পড়েছে।
উপরন্উপরন্তু 1 দিনের বৃষ্টির অবস্থা খুবই কাহিল হয়েছে। যত্রতত্র ময়লা, আবর্জনা আর কাঁদায় সয়লাব হয়ে পড়েছে। গাড়ীগুলো চলতে গিয়ে রাস্তায় উল্টে যাওয়ার উপক্রম হয়েছে নাইমুড়ী বাজারে ব্যবসায়ীরা বলেন , আমাদের নাইমুড়চকপারা সামনের সড়কের বাজে অবস্থা। জানিনা কর্তৃপক্ষ কি করে! পৌর এলাকার বেশির ভাগ সড়ক এতই নাজুক মানুষ রাস্তায় বের হলেই মন্দ কথা বলে।
তারা আরও বলেন, নাইমুড়ী এসব সড়কে প্রতিদিন প্রায় 100 যানবাহন চলাচল করে। ফলে সড়কের এ খানা-খন্দের কারণে প্রায় সময় থাকার উপক্রম হয়। দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে, সাধারণ পথচারীদের কষ্টের সীমা থাকবে না। দিন দিন এসব সড়কের খানা-খন্দ বড় বড় গর্তে পরিণত হওয়ায় যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সলংগা থানা নাইমুড়ী চকপারা গ্রামের বিশোরোট নাইমড়ী আলহাজ সুলতান মামহুদের বাড়ী পর্যন্ত প্রধান সড়কের খুবই নাজু গ্রামের অবস্থা।
এছাড়া গলি-উপ গলির অবস্থা আরো ভয়াবহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কগুলো সংস্কার করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে, বেশকিছু রাস্তার কাজ চলমান রয়েছে । খুব শীঘ্রই খারাপ রাস্তাগুলো মেরামত করা হবে। কিন্তু এখনও হয়নি ।