ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউন ও স্বাস্থ্য অমান্য করায় ১২ জনকে জরিমানা
গীতি গমন চন্দ্র রায় গীতি।স্টাফরিপোর্টার।। দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা লকডাউন ও স্বাস্থ্য বিধি অমান্য করে
মাস্ক ব্যবহার না করা,অহেতুক আড্ডা দেওয়া, অবৈধভাবে দোকান খুলে রাখা সহ চলমান লকডাউন বিধি নিষেধ অমান্য করার দায়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে তরিকুল ইসলাম।
দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এ অর্থ দন্ড দেওয়া হয়।
২৮ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। সহযোগীতা করেন থানার এসআই রউফ,খালেক, মশিউর সহ পীরগঞ্জ থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।