রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
রায়গঞ্জে সেচ প্রকল্পের ড্রেন নির্মাণে ২ পক্ষের সংঘর্ষ
মোঃ লুৎফর রহমান লিটন সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধ// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার দাথিয়াদিগর গ্রামের মাঠে বিএডিসির সেচ প্রকল্পের ড্রেন নির্মাণে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অভস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, হাজী জহুরুল ইসলাম (৭০), সুমন কুমার দত্ত (৩২), সেলিম (২৮), সুজন (৩০) ও আব্দুল কুদ্দুস (২৮)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, দাথিয়াদিগর গ্রামের মাঠে বিএডিসির সেচ প্রকল্পের ড্রেন নির্মাণে পাইপ বসাতে যান ঐ গ্রামের হাজী জহুরুল ইসলামসহ সেচ কমিটির লোকজন। এসময় পার্শবর্তী সরাই হাজিপুর গ্রামের আব্দুল আলীম মেম্বারের লোকজন ড্রেন নির্মাণে বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষে উভয় পক্ষে ১২জন আহত হয় এবং মেম্বারের লোকজন ড্রেনের ৮টি পাইপ ভেঙ্গে ফেলে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।