শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
সরকারি চাকরি এবং পাশাপাশি একজন ই-কমার্স ব্যবসায়ী
এম মোঃ মামুন// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
উপজেলাঃ মাধবপুর জেলাঃ হবিগঞ্জ
একজন উদ্যোক্তা হওয়ার গল্প যিনি একজন পেশায় চাকুরীজীবি।
চাকুরীন পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন – উনার পরিচয় আগে জেনে নেয়।
বর্তমান ঠিকানাঃ ঢাকা ক্যানটনমেন্ট
পেশায় একজন সরকারি চাকরি এবং
পাশাপাশি একজন ই-কমার্স ব্যবসায়ী।
উনার কাছে জানতে চাইলাম কেন উদ্যোক্তা হলেন?
উত্তরে বললেন… চারদিকে সবাই শুধু চাকুরী চাকুরী করে কেউ চাকরি দেওয়া কথা ভাবেনা। তাই উনার স্বপ্ন হলো চাকুরি করব না চাকুরী দিব, উনি একজন বর্তমান সরকারি সার্ভিস হোল্ডার এর পাশাপাশি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। একজন সফল উদ্যোক্তা হয়ে শত শত মানুষের কর্মসংস্থানের জায়গা করতে চায়।
উনি উদ্যোক্তা হয়ে কতখানি সফল হতে পেরেছেন জানার চেষ্টা করলাম উত্তরে উনি বললেন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলছে, কভিড-১৯ এর কারনে তেমন একটা সফল ভয়ে আনতে পারে নাই, তবে সব কিছু স্বাভাবিক হলে ভাল কিছু করতে পারবেন বলে উনি আশা করছেন।
উনার কাছ থেকে আরো জানতে চাইলাম আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
উনি বলেন প্রথমে আমি শুরু করে ছিলাম একা, এখন আলহামদুলিল্লাহ ৫ জন কে নিয়ে আমি পরিচালনা করে যাছি আমি চাচ্ছি আগামীতে ৫০ জনের 50 জনের কর্মসূচি কর্মসংস্থানের জায়গা করে কর্মসংস্থানের জায়গা করে দিব আমার প্রতিষ্ঠানে অর্থাৎ উনার স্বপ্ন আগামী দিনে ৫০ জন কে চাকুরির ব্যবস্থা করে দিবেন।
উনার ব্যবসা ই-কমার্সঃ সকল ধরনের পণ্য বিক্রয় করে থাকেন নিচে পেইজ লিংক দেওয়া আছে, লাইক & ফলো দিতে ভুলবেন না, আজ আপনি একজন ক্রেতা একদিন আপনিও একজন উদ্যোক্তা হবেন সো লাইক & ফলো করতে ভুলবেন না।