সাবেক, সভাপতি(১৯৫৭-১৯৬৭) "মাওলানা আব্দুর রশিদ তশর্কবাগীশের" মৃত্যুন বার্ষিকী
মোঃ লুৎফর রহমান লিটন সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি::// দৈনিক-ঢাকার-কন্ঠ নিউজ
___________________________________আজ ২০ আগষ্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সলংগা বিদ্রোহের মহানায়ক এবং আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার
______________________________
মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ১৯০০ সালের ২৭ শে নভেম্বর উল্লাপাড়া থানাধীন (বর্তমান সলংগা থানা) হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে পিতা আবু ইসাহাক ও মাতা আজিজুন নেছার ঘর আলোকিত করে জন্ম গ্রহণ করেন।মাত্র ১২ বছর বয়সে পিতাকে হারান তিনি। অভিভাবকহীন হয়েও শিশু আব্দুর রশিদ মানবতাবাদী, সমাজ সংস্কারক ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হয়ে উঠেন।
স্থানীয় জমিদারেরা গরীব কৃষকদের কম দামে দুধ বিক্রি করতে বাধ্য করত।কিশোর আব্দুর রশিদ ১৪ বছর বয়সে কৃষকদের সংঘটিত করে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান আর এখান থেকেই তার সংগ্রামী পথে পা রাখা শুরু।১৫ বছর বয়সে আব্দুর রশিদ শেরপুর ডায়মন্ড জুগলী ইংরেজী হাই স্কুলে অধ্যায়ন কালে এখানকার জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এলাকার জনসাধারনকে ঐক্যবদ্ধ করে রুখে দাড়ান।
এসব জমিদারেরা এলাকার গরীব সুন্দরী মেয়েদের দিয়ে জোর পূ্র্বক দেহ ব্যবসা করতে বাধ্য করত এবং মেয়েদের নিয়ে গড়ে তুলেছিলেন খিলি পট্টি ও কুড়ে পট্টি সেখানে অর্থের বিনিময়ে দেহ ব্যবসা চলত।কিশোর আব্দুর রশিদ খিলি পট্টি কুড়ে পট্টি উচ্ছেদ করেন। রাজনৈতিক অধিকার অর্জন ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষনে আপোষহীন যোদ্ধার ভূমিকা পালন করে গেছেন।১৯২২ সালের ২৭ জানুয়ারি সলংগায় বিলেতী পন্য বর্জন এর মহানায়ক আব্দুর রশিদ তর্কবাগীশ কে কোন লোভ-লালসা তাড়িত করতে পারেনি,ক্ষমতার লোভ তাকে দূর্বল করতে পারেনি।
অসহযোগ আন্দোলন,খেলাফত আন্দোলন,পাকিস্তান আন্দোলন,৫২ ভাষা আন্দোলন,যুক্তফ্রন্ট নির্বাচন,আইয়ুব বিরোধী আন্দোলন,৬২'র শিক্ষা আন্দোলন,৬ দফা আন্দোলন,৬৯'র গণ অভ্যুত্থান, ৭১'র অসহযোগ ও মুক্তির সংগ্রাম,প্রতিটি আন্দোলনে জাতির বিবেক প্রতিধ্বনিত হয়েছে তাঁর কন্ঠে,জাতির আশা আকাঙ্ক্ষা রূপায়ন হয়েছে তাঁর উদ্দ্যোগে আর এই কারনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ জাতির ঐতিহাসিক ব্যক্তিত্ব।
পাকিস্তান আওয়ামীলীগের সাবেক সভাপতি সুদীর্ঘ সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক পথ পরিক্রম করে বর্ষীয়ান এই জাতীয় নেতা ২০শে আগষ্ট ১৯৮৬ সালে ইহলোক ত্যাগ করেন।(সংক্ষিপ্ত)
বিনম্র শ্রদ্ধা