শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমি কেন বারবার আসামি হচ্ছিঃ সরদার বেলায়েত হোসেন মুকুল বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা ৫ আগস্টে, হত্যা মামলায়, নওয়াব হাবিবুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ গ্রেফতার* তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত  বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা

রেডিও বড়ালে সংবাদ প্রকাশ, বাঘায় পানিবন্দিরা পেলো খাদ্য সহায়তা

রেডিও বড়ালে সংবাদ প্রকাশ, বাঘায় পানিবন্দিরা পেলো খাদ্য সহায়তা

 

শাহ্ সোহানুর রহমান, রাজশাহীঃ// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ

খাদ্য সহায়তা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি মানুষেরা। বন্যা পরিস্থিতি ও নদীভাঙন নিয়ে কমিউনিটি রেডিও বড়াল-এর ইউটিউব চ্যানেলে সচিত্র প্রতিবেদন এবং ওয়েব সাইটে সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা পেয়েছেন তারা। রেনেসাঁস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নর্থবেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং কয়েকজন দর্শক-শ্রোতা এগিয়ে আসেন মানবেতর জীবনযাপন করা পানিবন্দি ওই মানুষদের সহযোগিতায় এবং খাদ্য সহায়তা প্রদান করেন।

রেডিও বড়ালকে তার শ্রোতাসংঘের মাধ্যমে বন্যার্ত মানুষদের কাছে পৌঁছানোর জন্য তারা শুক্রবার (২০ আগষ্ট) এ খাদ্য সহায়তা দেন। এদিন খাদ্যসামগ্রী এবং ওষুধপত্র বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পানিবন্দি ১২০ পরিবারের কাছে পৌঁছে দেন কমিউনিটি রেডিও বড়ালের সম্প্রচারকর্মী ও শ্রোতাসংঘের স্বেচ্ছাসেবীরা। নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড এসব ত্রাণসামগ্রীর জন্য সহায়তা দেয়।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ১ লিটার ভোজ্য তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট আটা, ১ কেজি চিড়া, ১ প্যাকেট বিস্কিট, ১ প্যাকেট মুড়ি ও পূনরায় ব্যবহারযোগ্য কন্টেনারে ৫ লিটার করে বিশুদ্ধ পানি। এছাড়াও পানিবন্দী অবস্থায় বানভাসি মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ৫ পাতা স্যালাইন, ১ পাতা প্যারাসিটামল ট্যাবলেট ও ১ পাতা হিস্টাসিন ট্যাবলেট।

উল্লেখ্য, কমিউনিটি রেডিও বড়াল সম্প্রচারে আসার আগে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের নিয়ে এবং সম্প্রচারে আসার পর থেকে শ্রোতা সংঘদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com