নেত্রকোনার বারহাট্টায় থানায় ফেরার পথে পুলিশ কর্মকর্তার মৃত্যু
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি:// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
:নেত্রকোণার বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এস আই হাবিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে বারহাট্টা থানায় যাচ্ছিলেন। পথে নেত্রকোণা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক ও উপপরিদর্শক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, দুর্ঘটনাস্থলের কাছে একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে এস আই হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বতর্মানে নিহতের লাশ নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে জানাযার জন্যে নেওয়া হয়েছে।
সেখানে তার জানাযা শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এবং নিহতে লাশ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় তার গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
২৭.০৮.২০২১