রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
বারহাট্টায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য বিভাগ
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি :// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি, দেশি মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোণার বারহাট্টায় রোববার(২৯ আগস্ট) মুক্ত জলাশয়সহ বিভিন্ন সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম সংস্কারকৃত গুহিয়ালা খাল ও বিভিন্ন পুকুরে পোনা ছেড়ে কর্মসূচীর উদ্ধোধন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূ‚মি) সানজিদা চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ্ মুহাম্মদ আব্দুল কাদের, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুলসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
এসময় মৎস্যকর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে মৎস্যচাষীদের সাথে মতবিনিময়, পরামর্শদান, পোনা অবমুক্তকরণ, সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান, মোবাইল কোর্ট পরিচালনা প্রভৃতি।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
২৯.০৮.২০২১