রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
বেড়েই চলেছে পোল্ট্রি-খাদ্যের মূল্য, প্রতিবাদে বারহাট্টায় মানববন্ধন
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি :// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
পোল্ট্রি-খাদ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও এই -শিল্প রক্ষায় সরকারের হস্তক্ষেপের দাবীতে নেত্রকোণার বারহাট্টায় মাববন্ধন করেছে খামারীরা। পোল্ট্রি খামার মালিক এসোসিয়েশনের ব্যানারে রোববার দুপুরের দিকে স্থানীয় শহিদ মিনারের সামনের রাস্তায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের সভাপতি শওকত আহম্মদ শামীম, সহসভাপতি সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, পোল্ট্রি বিশেষজ্ঞ ডা. নূরুজ্জামান, ডিলার নজরুল ইসলাম, খামারী ওয়ালি উল্লাহ, সুবাস চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বেড়েই চলেছে পোল্ট্রি খাদ্যের মূল্য। একদিকে অতিমারি করোনার থাবা, অন্যদিকে খাদ্যসহ পোল্ট্রি উপকরনের মূল্য বৃদ্ধি। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। ফলে পোল্ট্রি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। গ্রামের সাধারন মানুষ তাদের কষ্টের টাকা সঞ্চয় ও ঋণ করে তিলে তিলে খামার গড়ে তুলেছে। এ সব খামারের সাথে জড়িয়ে আছে শত শত নারী-পুরুষ, যুব-তরুনের জীবন। খামার বাঁচলে তারা বাঁচবে। এ জন্য সরকারের আশু হস্তক্ষেপ প্রয়োজন।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
২৯.০৮.২০২১