রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
নেত্রকোণায় করোনা প্রতিরোধে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি :// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালা (মঙ্গলবার ও বুধবার) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব ও কম্পোনেন্ট-১ প্রকল্পের যুগ্ম পরিচালক ড,দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর ।
কর্মশালায় বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। এ সময় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, জেলা তথ্য অফিসের উপপরিচারক আল ফয়সাল, সাংবাদিক ভজন দাস, চন্দন চক্রবর্তী প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচারক শফিকুর রহমান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচারক মো: আলাউদ্দিন,জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট মোঃ মোহছেন উদ্দিন, মোঃ আবুল হাসেম, রিফাত আরা, মো: সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমেদ খন্দকার, মিতালি সংঘের সম্পাদক এটিএম আব্দুর রাজ্জাক, সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল, যুগান্তর প্রতিনিধি কামাল হোসাইন, মাইটিভির প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড, দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর বলেন, আমরা ইচ্ছে করলেই সবাইকে আইসিইউ দিতে পারবো না। ইচ্ছা মাফিক দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারবো না, কিন্তু আমরা সচেতনতা সৃষ্টি করে করোনার বিস্তার কমিয়ে আনতে পারবো। করোনা পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক সহ উপকরণ বিতরণ, সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মশালায় চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও ভবিষ্যতে এর বিস্তার প্রতিরোধে করণীয়, জনসচেতনতা বৃদ্ধি, নো মাস্ক নো সার্ভিসে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
০১.০৯.২০২১