বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইওএম গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় শেখ সেলিম সহ একহাজার ৬১৮ জনের বিরুদ্ধে মামলা মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে রাশেদ খান মেনন তিন দিনের রিমান্ডে প্রধান উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি’র সমাবেশ শুরু উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষনের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার গ্রেফতার বিজিবি-বিএসএফ বৈঠকে ২০০ একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ

উত্তরায় সাংবাদিক দেখে দৌঁড়ে পালালো বন্যপ্রাণী ব্যাবসায়ী ঃ ৮ টি বক আকাশে অবমুক্ত

উত্তরায় সাংবাদিক দেখে দৌঁড়ে পালালো বন্যপ্রাণী ব্যাবসায়ী ঃ ৮ টি বক আকাশে অবমুক্ত

 

এস, এম, মনির হোসেন জীবন – দৈনিক ঢাকার কন্ঠ নিউজ

 

রাজধানীর উত্তরায় সাংবাদিকদের দেখে দৌঁড়ে পালিয়েছে এক বন্যপ্রাণী (বক) ব্যবসায়ী । পরে খবর পেয়ে স্হানীয় সাংবাদিকরা আটটি বককে নীল আকাশে অবমুক্ত করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ১ নং সেক্টরের ১৫ নং সড়কে এ ঘটনাট ঘটে।

বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভির সিটি রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দৈনিক বাংলাদেশের খবর পএিকার তুরাগ- উত্তরা প্রতিনিধি সাংবাদিক স্বপন রানা সোহেল জানান, মঙ্গলবার সকালে পেশাগত দায়িত্ব পালনকালে উত্তরা ১ নং সেক্টরের ১৫ নং সড়কে পৌছালে এক বন্যপ্রাণী ‘শিকারীকে বন্যপাখি বিক্রি করতে দেখি। কাছে যেতেই সে (বিক্রেতা) আমাকে দেখে ভূ-দৌঁড় দেয়। তখন আমিও পেছন থেকে তাকে থামানোর জন্য দৌঁড়াতে থাকি। প্রায় দেড় কিলোমিটার দৌঁড়ানোর পর একপর্যায়ে পাখি ব্যাবসায়ী (বক) গুলোকে রাস্তার উপর ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে আমরা উপস্থিত কয়েকজন সাংবাদিক পাখিগুলোর কাছে গিয়ে সেগুলোকে রশিতে বাধা অবস্থায় দেখি।

এসময় পাখি শিকারীর হাত থেকে বকগুলোকে অবমুক্তকরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিটি রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন, বিজয় টিভির ক্যামেরা সাংবাদিক বিপুল চৌধুরীসহ এলাকাবাসিরা জড়ো হন। পরে উদ্ধার করা বন্যপাখিগুলোকে (বক) বিমানবন্দর রানওয়ে সংলগ্ন তুরাগের বাউনিয়ার এলাকায় অবমুক্ত করা হয়। এঘটনাটি উত্তরা এলাকায় সাংবাদিক সমাজসহ সকলমহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
#######
এস, এম, মনির হোসেন জীবন
ঢাকা, ০৫ অক্টোবর, ২০২১

ছবি ক্যাপশন : বন্যপ্রাণী উদ্বারের পর বক হাতে নিয়ে দাড়িয়ে আছে সাংবাদিক স্বপন রানা সোহেল

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com