জব্দকৃত সোনার মূল্য প্রায় পৌনে ১০ কোটি টাকা শাহজালালে বিমানের টয়লেট থেকে প্রায় ১৪ কেজি সোনা জব্দ
এস, এম, মনির হোসেন জীবন - : দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে প্রায় ১৪ কেজি সোনা উদ্বার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ। যার মধ্যে ১২০টি সোনার বার রয়েছে। জব্দকৃত এসব সোনার বাজারমূল্য প্রায় পৌনে ১০ কোটি টাকা বলে জানা গেছে। বিপুল পরিমান সোনা উদ্বারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার দিবাগত রাতে দুবাই থেকে দেশে আসা এয়ারক্রাফট বাংলাদেশ বিমানের (বিজি-৪০৪৮-) এর ফ্লাইটে তল্লাশী চালিয়ে সোনার এ চালানটি জব্দ করা হয়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ আজ সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টা ১৮ মিনিটের দিকে দুবাই থেকে দেশে আসা বাংলাদেশ বিমানের (বিজি-৪০৪৮-) এর এয়ারক্রাফট ফ্লাইটটি এসে অবতরন করে। তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ নেতৃত্বে ওই বিমানে রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালানো হয়। পরে অভিযানের অংশ হিসেবে রাতভর ফ্লাইটটির টয়লেটে (৩ এফ আইএলসি) ও (৩ এফ - আইআরসি) পরিত্যক্ত অবস্থায় ৬ টি কালো রংয়ের স্কচটেপ দিয়ে মুড়ানো ব্র্যান্ডেল পাওয়া যায়। যার ভেতরে ১৩ কেজি ৯২০ গ্রাম সোনা পাওয়া যায়। তার মধ্যে মোট ১২০টি সোনার বার আছে। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে।
কাস্টমস শুল্ক গোয়েন্দার এ কর্মকর্তা আরো জানান, জব্দকৃত সোনার বাজারমূল্য বাংলাদেশি টাকায় ৯ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার টাকা। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরে জব্দকৃত সোনা গুলো কাস্টমস হাউজের গুদামে জমা রাখা হয়েছে।
এবিষয়ে ১৯৬৯ সালের কাস্টমস এ্যাক্ট আইনে বিভাগীয় মামলা ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে অভিযান শেষে আজ বুধবার বিকেলে বিমানবন্দরে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ও উপ- পরিচালক সানজিদা শারমিনসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থ বছরে ২০২১-২০২২- এখনও পর্যন্ত ৪০.১১ কেজি সোনা উদ্বার- করা হয়েছে। যার মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
এছাড়া ২০২০-২০২১ অর্থ বছরে ১৭৪.৪৯ কেজি সোনা এবং ২০১৯-২০২০ অর্থ বছরে ১৮০.৩৫ কেজি সোনা আটক করা হয়েছিল।
#######
এস, এম, মনির হোসেন জীবন
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২১