শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
আমিরজান কলেজের
এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২১ সম্পন্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর// নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
যাবার আগে যাওগো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোল লাগিয়ে দিয়ে। মেঘাবৃত আকাশের মেঘ কেটে যেভাবে সূর্য হাসি ছড়ায় ,করোনা কালের লকডাউনের ভার্চুয়াল জগত ছেড়ে সেভাবে আবার ছাত্র-ছাত্রীদের কলহাস্যে মুখরিত হয়েছে আমিরজান কলেজ প্রাঙ্গণ । কিন্তু, কলেজ প্রাঙ্গণে পুনরাগমনের কিছু কালের মধ্যেই বেজে উঠেছে বিদায়ের সুর।
এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত্য ছেয়ে
সবচেয়ে পুরাতন কথা ,
সবচেয়ে গভীর ক্রন্দন,
যেতে নাহি দিব , হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।
গত ২৫-১১-২০২১ইং তারিখ রোজ বৃহস্পতিবার আমিজান কলেজের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি ও বরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুর্মিটোলা হাই ইস্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি হাজ্বী আসলাম উদ্দিন এম এ।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং জাতির জনক শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে বিশেষভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, যেভাবে কঠোর পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশকে পাকিস্তানি শত্রুর হাত থেকে ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনি কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদের একদিন এদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। মানুষের যেমন মেরুদণ্ড ভেঙ্গে গেলে সে আর সোজা হয়ে দাড়াতে পারে না, ঠিক শিক্ষা তেমনি জাতির মেরুদণ্ড; শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় দেশ আর সোজা হয়ে বিশ্বের বুকে দাড়াতে পারবে না। তাই শিক্ষার্থীদেরকে বিশেষভাবে অনুরোধ করেন সু-শিক্ষা অর্জন করে একজন আদর্শবান মানুষ ও সেবক হও যাতে এদেশ তোমাদের হাতে আরো উন্নতি লাভ করতে পারে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারে।
অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় তার বক্তব্যে সকল শিক্ষার্থীকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বিশেষ ভাবে অনুরোধ করেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) এর জীবন আদর্শে আদর্শিত করে জীবনকে পরিচালিত করতে বলেন। তিনি তার বক্তেব্যে ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা, জনাব হাবিব হাসান এমপি মহোদয়ের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে উল্লেখ করে বলেন, আমাদের এমপি মহোদয় শিক্ষা-প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। ঢাকা ১৮ আসনের সকল শিক্ষা-প্রতিষ্ঠানকে তিনি আরো উন্নয়ন, আরো গতিশীল করতে তার পরিকল্পনা, তার চিন্তা-চেতনা অনেক সুদুরপ্রসারী। এমপি মহোদয় শুধু শিক্ষা-প্রতিষ্ঠানেই নয় বিভিন্নভাবে বিভিন্ন কাজে তার সহযোগিতা সব সময় আমরা পেয়ে থাকি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্মানিত আমিরজান ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জিল্লুর রহমান। তার বিদায় বক্তব্যে ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করবে, এ আদর্শকে বুকে ধারণ করে তোমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তিনি আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং দেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তরুণ সমাজকে আরো এগিয়ে আসতে হবে। তিনি বাংলাদেশের ইতিহাসকে আরো জানতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমার কলেজে বঙ্গবন্ধুর সকল বই রয়েছে, তোমরা সবসময় বই পড়তে পারবে । তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করবে ,মা বাবার মূখ উজ্জ্বল করবে ।
২০২১ সনে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহন করবে ৩৪৬ জন পরিক্ষার্থী । বিদায় বেলায় সকল শিক্ষক-শিক্ষার্থীগণ আবেগে কান্নায় ভেঙ্গে পরেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিজান হাই স্কুল এবং আমিরজান কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সাইদুর রহমান দিপু এবং আমিজান হাই স্কুল এবং আমিরজান কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব মজিবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রভিসি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হক, ছিয়ানব্বই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম , ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোক্তার হোসেন , ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, খিলক্ষেত থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল নাহার শিখা ,সমাজ সেবক ফজলুল হকসহ কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সর্বশেষ পরীক্ষাথীদের উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।