সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
মতিগঞ্জ ইউনিয়নে জন্ম নিবন্ধ করলে চেয়ারম্যানের পক্ষ থেকে মিলে উপহার
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে ০-৪৫ দিনের মধ্যে শিশুর বিনামূল্যে জম্মনিবন্ধন করতে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করে ইউনিয়ন পরিষদ। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতবাড়িয়ার শিশু মাহিবুর রহমান হাসিব এর ফ্রী জম্মনিবন্ধন করায় তার বাবা’র হাতে উপহার সামগ্রী তুলে দেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ।
চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু বলেন,জনগণকে সচেতন করতে হবে। শিশুদের ঠান্ডা লাগা থেকে রক্ষা করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষার জন্য মায়েদের প্রতি আহবান জানান। আর শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার আহবান জানান তিনি।