রাজধানীর উত্তরা নওয়াব হাবিবউল্লাহ স্কুল এন্ড কলেজে - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল উদ্ভোদন, ৩টি একাডেমিক ভবনের নামকরণ এবং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবিনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের এম পি- আলহাজ্ব হাবিব হাসান।
তিনটি একাডেমিক ভবনে নামকরণের মধ্যে রয়েছে-প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য -ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য ও ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা- অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রতিষ্ঠাতা শিক্ষক- আলহাজ্ব ক্যাপ্টেন আইয়ুব আলী ও ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসান এর নাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ছাত্র-ছাত্রীদের কাছে বঙ্গবন্ধুকে আরো পরিচিত করতে ঢাকা ১৮
আসনের সকল স্কুল কলেজে আমি আমার অর্থায়নে- বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি করবো,যা ইতিমধ্যে অনেকগুলো করে ফেলেছি।আমি অনুরোধ করবো- আমার আসনের মতো বাংলাদেশের সকল স্কুল কলেজে জাতির পিতার ম্যুরাল তৈরি করা হোক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উক্ত স্কুলের গভর্নিং বডির সভাপতি -মতিউল হক। নওয়াব হাবিবউল্লাহ স্কুল এন্ড কলেজে - স্কুলের অধ্যক্ষ -মো:শাহিনুর মিয়ার সার্বিক তত্বাবধানে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চার জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা ও নবীন শিক্ষাশিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।