শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মপরিবেশ তৈরীতে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে যুবসমাজ : রাষ্ট্রপতি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের শুরুর দিকে রিপোর্ট চূড়ান্ত করবেন : ফলকার টুর্ক সংস্কার অবশ্যই টেকসই হতে হবে, নিবর্তনের পুনরাবৃত্তি নয় : ফলকার তুর্ক ঢা’বি হল ছাত্রলীগের খাদিজা আক্তার ঊর্মি ও রাকিব সরকার গ্রেফতার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারও দরপত্র বাগিয়ে নিতে চান নিম্নমানের খাদ্য সরবারাহকারী আব্দুল কুদ্দুস  ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ড,দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

রাজধানীর গাবতলী থেকে জেএমবি’র দাওয়াহ শাখার প্রধান গ্রেফতার

রাজধানীর গাবতলী থেকে জেএমবি’র

দাওয়াহ শাখার প্রধান গ্রেফতার

 

এস, এম, মনির হোসেন জীবন – নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ’’দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান হাফেজ মো: ওয়াহিদুল ইসলাম (৩৮)’কে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 

ধৃত জেএমবি’ সদস্য হাফেজ মো: ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানাসামা থানার মন্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ্খানার হাফেজ শিক্ষক বলে জানিয়েছে এটিইউ।

 

আজ এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দ্য ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে জেএমবি’ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে জেএমবি’ সদস্যকে আটক করা হয়।

 

গ্রেফতারকালে তার নিকট থেকে একটি মোবাইল সেট ও দু’ টি সীম কার্ড উদ্বারমূলে জব্দ করা হয়।

 

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, ধৃত জেএমবি’ সদস্য হাফেজ মো. ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানাসামা থানার মন্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ্খানার হাফেজ শিক্ষক। সে শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারি জেলার জেএমবি’র দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে

দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

 

এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গত ৪ ডিসেম্বর ২০২১ নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)” র ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নীলফামারী সদর

থানার মামলা নং-০১, তাং-০৫/১২/২০২১ খ্রিঃ, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) এর (অ)/৬(২) এর (ই)/৬(২) এর (ঈ) /৬(২) এর (উ)/৮/১০/১১/১২/১৩ দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে এনে

ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

 

এটিইউ সূএে জানা যায়, পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট এর একটি গোয়েন্দা দল নীলফামারি ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখে এটিইউর একটি দল নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে (জেএমবি)’র ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা দায়েরের পর আমলার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়। এরপর থেকে ওই এলাকার জেএমবি’র সক্রিয় সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।

এবিষয়ে গ্রেফতারকৃত জেএমবি’ সদস্য হাফেজ মো: ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান এটিইউ পুলিশের এ কর্মকর্তা।

ঢাকার কণ্ঠ

এস, এম, মনির হোসেন জীবন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৩ জানুয়ারি ,২০২২

 

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com