শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
নেত্রকোনার বারহাট্টাতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও এমসিএইচ- সার্ভিসের ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্হাপনায়
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা (উপজেলা মাল্টিপারপাস-কাম অডিটোরিয়াম হলে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেমের সভাপতিত্বে ও ইউএফপিএ অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, সেবাদানকারী ও সাংবাদিক, জনপ্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আউয়াল বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগ, কাজি মোঃ আবদুর রহমান জেলা প্রশাসক নেত্রকোনা, ডাঃ মোঃ মাহমুদুর রহমান পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর(এমসি-আরএএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, জিয়া আহমেদ সুমন উপ- পরিচালক (উপসচিব) স্হানীয় সরকার নেত্রকোনা, ডা. মোঃ সেলিম মিয়া সিভিল সার্জন নেত্রকোনা, মোঃ আনিছুর রহমান উপ- পরিচালক পরিবার পরিকল্পনা নেত্রকোনা, ডাঃ বাবুল চন্দ্র সরকার সহকারি পরিচালক (সিসি)ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট(এফপিসিএস-কিউআইটি) নেত্রকোনা,ডাঃ আহসান কবীর রিয়াদ সাধারণ সম্পাদক (বিএমএ) নেত্রকোনা, এস এম মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বারহাট্টা, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান পরিবার পরিকল্পনা বারহাট্টা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বারহাট্টা উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফেরদৌস আহাম্মদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
সার্বক্ষনিক প্রসব সেবা জোরদার করা গেলে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমে আসবে বলে কর্মশালায় বক্তারা মত প্রকাশ করেন।
এ সময় বাউসী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক,সাহতা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চঞ্চল, আসমা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান ছন্দু, চিরাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চৌধুরী, সিংধা ইউপি চেয়ারম্যান মোঃ নাসিম উদ্দিন তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান খান, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ লতিফুর রহমান খান ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
১০.০২.২০২২ ইং