মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত  বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা দুই বাংলার শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মান ২০২৪ এ পেলেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।  মহাখালী থেকে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল আটক

কিশোর গ্যাং এর নেপথ্য নায়ক এর নেতৃত্বে ——- ভাঙচুর লুটপাট কাজী সারোয়ারের বাড়ি

কিশোর গ্যাং এর নেপথ্য নায়ক এর নেতৃত্বে
-ভাঙচুর লুটপাট কাজী সারোয়ারের বাড়ি

 

নিজস্ব প্রতিবেদন :// নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

সারাদেশে হঠাৎ কিশোর গ্যাং এর বেপরোয়া আচরণ সাধারণ মানুষের দাবি ওরা কারা?? অন্ধকারে লুকিয়ে কে এই হিংস্র হায়না!! বাঞ্ছারামপুর থানা ১০ নং রুপসদী ইউনিয়ন হোগলাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজী সারোয়ার এর পরিবারের উপর হামলা কেন? সরজমিনে অনুসন্ধানে দেখা যায় হামলা ভাঙচুর হাঁস-মুরগি লুটপাট অভিযোগ উঠেছে স্থানীয় হামলাকারীদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জের কাজী সারোয়ার জাহান সরকারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় স্থানীয়দের দাবি।গত কাল রাত ৭/টায় এই হামলার – শিকার হন সরকারি বাড়ির কাজী সারোয়ার জাহান পরিবার টি।

নিউজ ঢাকার কণ্ঠ: 

কি কারনে এই হামলার নির্দিষ্ট এমন কোনো তথ্য জানাতে পারেনি পরিবারটি। স্থানীয়দের দাবি এভাবে গ্রামে ঢুকে প্রকাশ্যে হামলা খুবই নিন্দনীয় দুঃখজনক যা কখনো সুফল আনতে পারেনা জীবন চলার ক্ষেত্রে। একটি সূত্র জানিয়েছে সারওয়ার সরকার কিছুদিন পূর্বে মাননীয় এমপি মহোদয়ের নিকট ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণ করেন। একটি কুচক্র মহল এ বিষয়টিকে মেনে নিতে পারছে না বিধায় তেলে বেগুনে ফুলে ওঠে সেই সূত্র ধরে এমন কি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা সাতটায় একদল তরুণ কিশোর গ্যাং ধর ধর বলে বাড়িতে প্রবেশ করে তাদের হাতে ছিল দেশী, অস্ত্র, চাইনিজ কুড়াল, কাঁচি, দা, শাবল, সহ ছোট ছোট আকারের রড। ক্যামেরা সহ সকল কিছু ভাঙচুর কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বাড়ির সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়।

ঢাকার কন্ঠ

হাঁস-মুরগির যার যার মত লুটপাট করে নিয়ে যায়। কাজী সারোয়ার জাহান বলেন যেখানে মাননীয় সরকার প্রধান শেখ হাসিনা রোহিঙ্গারা কে আশ্রয় দিয়েছে দিয়েছে জীবন চলার ব্যবস্থার সেখানে আমি গণতন্ত্র দেশে কেন বারবার লাঞ্ছিত হচ্ছি? করোনার মহামারীতে আমার সাধ্যমত এলাকার মানুষের পাশে রয়েছি সেটা কি ছিল আমার অপরাধ? অসহায় মানুষের পাশে থাকার জন্য সমাজ কল্যাণ সংস্থা হিসেবে একটি সংগঠনের অংশগ্রহণ করে সভাপতি ভূমিকা রেখেছিল সেটা কি ছিল আমার অপরাধ? এই প্রশ্ন আমার অন্তর আমাকে কুরে কুরে খাচ্ছে।

আরো নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

এক দল থেকে অন্য দলের অংশগ্রহণ করা যাবেনা সংবিধানের কোন পাতা লেখা রয়েছে? আমি অস্ত্রবাজ সন্ত্রাস কিংবা অপরাধী নই তাহলে আমাকে নিয়ে কেন এত হইচই? অথচ আমাকে কেন নিয়ে এমন করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে হামলা ভাঙচুর কেন? আমি কি এদেশের নাগরিক নয়? হামলার বিষয়ে ১০ নং রূপসদী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম চেয়ারম্যান কার্যালয়ে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই। আমি সারোয়ার জাহান কে চিনিও না এখনো পর্যন্ত দেখিনি। কে বা কারা এ হামলা করেছে আমি জানিনা আমি শুনেছি। হোগলাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা. জানা যায়,গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।

নিউজ ঢাকার কণ্ঠ

এ বিষয়ে উভয় পক্ষের একাধিক দু’পক্ষের মাঝে সমঝোতা চেষ্টা করলেও থামছে না এই সংঘর্ষ। ফলে গ্রামের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়,তুচ্ছ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিস্তারিত আসল নেপথ্যের মুখোশ উন্মোচন করা হবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com